“টেকসই নদী ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা” করল নদী পরিব্রাজক দল

ইসলাম মাহমুদ:

বাংলাদেশ নদী পরিব্রাজক দল আয়োজন করল দিন ব্যাপী ‘টেকসই নদী ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা’।
বাংলাদেশ নদী পরিব্রাজক দল নদী ভ্রমণ করে, সরেজমিন নদী পরিদর্শন করে, নদী বিষয়ে নদী পাড়ের মানুষের সাথে নদী বিষয়ক তথ্যের আদান-প্রদান করে। নদী বাংলাদেশের জীবনরেখা। নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্তিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতির অগ্রগতি হবে। তাই নদী বিষয়ক জ্ঞানের কোন বিকল্প নেই।

তাই সদস্যদের নদীজ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নদী পরিব্রাজক দল দিন ব্যাপী এ কর্মশালার আয়োজন করে। রাজধানীতে অভিজাত হোটেলে ২ নভেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, ড. মুজিবুর রহমান হাওলাদার।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ নদী প্রধান দেশ। নদীকে বাধ দিয়ে দেশের কোন উন্নয়ন কল্পনা করা যায়না। তিনি বলেন, নদী এখন জীবন্ত স্বত্বা। যা মাননীয় হাইকোর্ট ঐতিহাসিক রায়ের মধ্যেই ঘোষণা দিয়েছেন। তাই সবাইকে নদী সম্পর্কে জানতে হবে।
উদ্বোধনী ও সমাপনী সেশনে বক্তব্য রাখেন, মো. মনির হোসেন,সিসিএফ।

কর্মশালায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, জাতীয় নদী রক্ষা কমিশনের পানি বিশেষজ্ঞ, সাজিদুর রহমান, রিভারাইন পিপলের পরিচালক মোহাম্মদ এজাজ ও বিশিষ্ট সাংবাদিক মো. জাহিদুজ্জামান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, কর্মশালা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ড. মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী হোসাইন, সিসিএফ।
সারা দেশ থেকে শতাধিক নদী প্রেমিক সদস্য কর্মশালায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে আলোচনায় অংশ নেন, ইসলাম মাহমুদ, খলিলুর রহমান, এ মেচিং মার্মা, এড.আবুহেনা মোস্তফা কামাল, সাঈদ চৌধুরী, মো.ওয়াশিম। তারা বলেন, এ কর্মশালা আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল। নদী সম্পর্কে যে জ্ঞান অর্জিত হল তা তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করব। এ রকম আরো বেশি কর্মশালা হলে নদী জ্ঞান বৃদ্ধি পাবে।

কর্মশালা সঞ্চালনা করেন, সেক্রেটারী ইকবাল সিরাজী সিসিএফ।

শেষে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতিকে ইউনিসেফ বাংলাদেশের মীনা মিডিয়া এওয়ার্ড সেলিব্রেশন করা হয়।


শেয়ার করুন