Ctn এ সংবাদ প্রকাশঃ কুতুবদিয়ায় ভাঙা বেড়িবাঁধ মেরামত শুরু

হুমায়ুন সিকদারঃ

ঘূর্ণিঝড় আম্ফান এর পরের দিন জোয়ারের পানিতে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার পাড়া বায়ু বিদ্যুৎ এলাকা ও উত্তর ধুরুং ইউনিয়নের কায়সার পাড়া এলাকায় বেড়ীবাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঐ দিনই পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় প্রতিনিধিকে নিয়ে বেড়ীবাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন পুর্বক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর। পরের দিন থেকে বেড়িবাঁধের ক্ষতিগ্রস্ত অংশ জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু হয় বলে জানা গেছে।

আলী আকবর ডেইল ২৩ মে থেকে ইউনিয়নের বায়ু বিদ্যুৎ এলাকায় বেড়ীবাঁধের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ শুরু করা হয়েছে এবং জোয়ারের পানি কমার পর গতকাল ২৮ মে থেকে উত্তর ধুরুং ইউনিয়নের কায়সার পাড়া এলাকায় ও বেড়ীবাঁধের উন্মুক্ত ও ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানান কুতুবদিয়ার ইউএনও।
পুর্ণিমা ও অমাবস্যার জোয়ারে কুতুবদিয়ায় উত্তর ধুরুংয়ের কায়সার পাড়া প্লাবিত হয়ে আসছে বলে জানা গেছে।
এছাড়া আসন্ন বর্ষা মৌসুমে ইউনিয়নের চর ধুরুং, আকবর বলী পাড়াসহ কয়েক স্হানেও জোয়ারের পানিতে সয়লাব হতে পারে বলে জানান স্হানীয় ইউনিয়নের চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী।

এলাকাবাসি জানায় বর্ষা মৌসুম আসলেই আমরা আতংকে থাকি।

করোনা মহামারিতে দিশেহারা এলাকাবাসী এ অবস্থায় পুর্ণিমার জোয়ারের পানি আরেক ভোগান্তি বলে জানায় আসহাব উদ্দিন।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী জুন মাসে বর্ষায় উপজেলার আলী আকবর ডেইল, ধুরংসহ মুরালিয়া, জেলেপাড়া, তাবলরচর, কাইসারপাড়া, বায়ুবিদ্যুৎ এলাকা, আকবরবলীঘাট, চর ধুরুংসহ ১৫টি গ্রাম জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার শংকা প্রকাশ করেছে ভুক্তভোগীরা।। আতংকমুক্ত রাখতে ভাঙা বেড়িবাঁধ মেরামত কাজ শুরু করেছে।

ইউএনও জিয়াউল হক মীর জানান, ঘুর্ণিঝড় আম্ফানের প্রভাবে ক্ষতিগ্রস্হ উত্তর ধুরুং কায়সার পাড়া ও আলী আকবর ডেইল বায়ু বিদ্যুৎ প্রকল্প এলাকায় পরিদর্শন করেছি এবং যথাযথ ব্যবস্হা গ্রহণে পাউবোকে পরামর্শ দিয়েছি।

জানাযায়, কুতুবদিয়া দ্বীপের ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ সাগরে বিলীন হয়ে গেছে। এসব বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে বর্ষায় পানি ঢুকে প্লাবিত হয় ১৫টি গ্রাম। তখন পানিবন্দি হয়ে পড়ে কয়েকশ পরিবার।

উল্লেখ্য, গত ২৩ মে “কুতুবদিয়ার নড়বড়ে বেড়িবাঁধ শংকিত দ্বীপবাসী” ও ৬ মে “পুর্ণিমার জোয়ারে কুতুবদিয়ার উত্তর ধুরুং সয়লাব” শিরোনামে ctn24.com এ সংবাদ প্রকাশিত হয়েছিল।


শেয়ার করুন