উখিয়ায় জেলেদের পরিচয় পত্র বিতরণ 

f34a5d64-61b9-4e15-b82f-c62c1c3f4dbdশফিক আজাদ,স্টাফ রিপোর্টার

উখিয়া জালিয়াপালং ইউনিয়নের উপক’লীয় এলাকায় গতকাল বুধবার দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ও মৎস্য কর্মকর্তা কে,এম শাহরিয়া নজরুল ৪৯৫ জন জেলেকে আইডি কার্ড বিতরণ করেছেন। এ উপজেলার উপকূলীয় এলাকা থেকে ২১৪০ জন জেলেকে চিহ্নিত করে নিবন্ধনের আওতায় এনেছে। এর মধ্যে ১০৫০ জন জেলের আইডি কার্ড সম্পূর্ণ করা হয়েছে বলে মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। আইডি কার্ড বিতরণ অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, জেলেরা সঠিক ভাবে সাগরে মাছ স্বীকার করে জীবন জীবিকা নির্বাহ করতে পারলে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব হবে। একই সাথে সাগরে জলদস্যুতাও কমবে। আইডি কার্ড বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামিম ভ’ইয়া, ভারপ্রাপ্ত সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, মেরিন ফিশারীজ সহকারী মোঃ বুলবুল আহম্মদ প্রমূখ।


শেয়ার করুন