লামায় বিতরণকৃত

প্রাথমিক পাঠ্য পুস্তকের উপরে ইংলিশ ভেতরে সমাজ বিজ্ঞান

a3f61078-03f1-4cd2-9bf9-23639ac8b5efএম বশিরুল আলম, নিজস্ব প্রতিনিধি :

বান্দরবানের লামায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রচাত্রীদের মাঝে সরকারের বিনামুল্যে বিতরণ করা পাঠ্য পুস্তকে না না অসংগতির প্রমান পাওয়া গেছে। বইয়ের বাহিরে প্রচ্ছদে এক রকম ভেতরে আরেক রকম। ভুলে ভরা ও নি¤œমানের কাগজে ছাপা বই নিয়ে বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। স্কুল পর্যায়ে বই বিতরন উৎসব শেষে শিশুরা পড়তে গিয়ে না না অসংগতি ধরা পড়ছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা শিক্ষা অফিসে গিয়ে বই পর্যালোচনায় দেখা গেছে, পঞ্চম শ্রেণীর বিতরনকৃত ইংরেজী বিষয়ের বই’র বাইরের মলাটে ENGLISH FOR TO DAY_5 লিখা থাকলেও ভিতরের পুরো বিষয়টাই সমাজ বিজ্ঞান। একইভাবে বাংলা, ইংরেজী ও গণিত বিষয়ের বই’র ভিতরে অনেকগুলো পৃষ্টা নেই। এছাড়া বই’র কাগজগুলো অতি নি¤œমানের হওয়ায় কোমলমতি শিশুরা নতুন বই পেয়েও আগের মত খুশি হতে পারেনি বলে জনান শিক্ষকরা। এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল বলেন, বই বিতরনের আগে আমরা এগুলো খুলে দেখিনি। অপর এক প্রশ্নোত্তরে শিক্ষা অফিসার বলেন, উপজেলার ৮৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ও এনজিও এবং কিন্ডার গার্টেন স্কুল মিলে ৯৯ টি শিক্ষা প্রতিষ্টানের ১ম শ্রেনীর ৫ হাজার ৯ শত, ২য় শ্রেনীর ৬ হাজার, ৩য় শ্রেনীর ৫ হাজার ৩ শত, ৪র্থ শ্রেনীর ৪ হাজার ৬ শত এবং ৫ম শ্রেনীর ৩ হাজার ৬ শত জন ছাত্র-ছাত্রীর জন্য বই’র চাহিদা দেয়া হয়। এর মধ্যে যথা সময়ে ১ম ও ২য় শ্রেণীর শতভাগ বই পেয়ে বিতরন করা হয়েছে। সেইসাথে ৩য় থেকে ৫ম শ্রেণীর ৬টি বিষয়ের মধ্যে বাংলা, গণিত ও ইংরেজী- এ তিন বিষয়ের বই পেয়ে বিতরন করেছেন। পরিবেশ পরিচিতি সমাজ, পরিবেশ পরিচিতি বিজ্ঞান ও ধর্ম বিষয়ের বই এখনো পাওয়া যায়নি। তবে এ সপ্তাহের মধ্যে অবশিষ্ট তিন বিষয়ের বই এসে যাবে বলে শিক্ষা কর্মকর্তা জানান।


শেয়ার করুন