শচিনের মাঠে জুনিয়র শচিনের সেঞ্চুরি

arjun_tendulkarসিটিএন ডেস্ক :

টুর্নামেন্টের চার দলের এক দলের নাম শচিন টেন্ডুলকার একাদশ, যে মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো হচ্ছে সেই মাঠের নাম ‘শচিন টেন্ডুলকার জিমখানা গ্রাউন্ড’। আর সেই টুর্নামেন্টেই দলের শেষ ম্যাচে চমৎকার এক সেঞ্চুরি করেছেন শচিনপুত্র অর্জুন টেন্ডুলকার।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) আয়োজিত অনুর্ধ্ব-১৫ ক্রিকেট টুনার্মেন্ট পায়দে ট্রফিতে সুনীল গাভাস্কার একাদশের হয়ে রোহিত শর্মা একাদশের বিপক্ষে সোমবার ষোলটি চার এবং দুই ছক্কায় ভর করে ১৫৬ বলে ১০৬ রানের ইনিংস খেলেন ১৬ বছর বয়সী অর্জুন। তার এই সেঞ্চুরির কল্যানেই সুনীল গাভাস্কার একাদশ ২১৮ রানের লড়াই করার মত একটা স্কোর গড়ে।

সুনীল গাভাস্কার একাদশের কোচ বিকাশ সত্যম, অর্জুনের এই ইনিংস দেখে যারপরনাই মুগ্ধ। বললেন, ‘অর্জুন ভয়ডরহীন ব্যাটিং করেছে এবং কখনোই নিজের উপর চাপ আসতে দেয়নি। আমাদের শুরুটা ভালো হয়নি, তাই আমরা খুব করে চাচ্ছিলাম কেউ যাতে একটা বড় ইনিংস খেলে। অন্যপ্রান্তে আমরা উইকেট হারাচ্ছিলাম, কিন্তু অর্জুন আরেকপ্রান্ত আগলে রেখে দায়িত্বের সাথে ব্যাট করেছে।’


শেয়ার করুন