মুক্তিযুদ্ধের বিজয়মেলা উপলক্ষে মতবিনিময় সভা

64e4d4d6-ba96-4d3a-bedf-ac109c11944bপ্রেস বিজ্ঞপ্তি :

সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কক্সবাজারের মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার বিকাল ৫টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. আহমদ হোসেন, যুগ্ন সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ন সম্পাদক রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রনজিত দাশ, শহর জাসদের সভাপতি মোহাং হোসেন মাসু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অরূপ বড়–য়া তপু, জেলা যুবলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম, জেলা খেলাঘরের সাবেক সভাপতি জাহেদ সরওয়ার সোহেল, পৌল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জাসদ নেতা আজিজুল হক আজিজ, জেলা যুবলীগের সহ সভাপতি সোহেল আহামদ বাহাদুর, যুবলীগ নেতা শোয়েব ইফতেখার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব প্রমুখ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তানের বক্তব্য চরম ধৃষ্টতাপূর্ণ। এ বক্তব্য ১৯৭১ সালে তাদের চরম পরাজয়ের প্রতিশোধ স্পৃহার বহিঃপ্রকাশ। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অব্যাহত ষড়যন্ত্র আজ বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। দেশে সন্ত্রাস জঙ্গিবাদের উত্থানের যে অপচেষ্টা তা পাকিস্তানি দূতাবাস থেকে পরিচালিত হচ্ছে বলে নেতারা অভিযোগ করেন। পাকিস্তানের এই ধরণের ঘৃণ্য ধৃষ্টতার তীব্র নিন্দা জানানো হয় মতবিনিময় সভা থেকে।
কক্সবাজার পৌর শহরে যে সকল সড়ক যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে তা প্রত্যাহার করে প্রকৃত মুক্তিযোদ্ধা-সেক্টর কমান্ডার্সের নামে নামকরণ করার দাবী জানানো হয় মতবিনিময় সভায়।

মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ‘মুক্তিযুদ্ধের বিজয়মেলা-২০১৫ এর ষ্টিয়ারিং কমিটি করা হয়। কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. আহমদ হোসাইনকে প্রধান করে ষ্টিয়ারিং কমিটির সদস্যরা হচ্ছেন, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, এড. সিরাজুল মোস্তফা, নঈমুল হক চৌধুরী টুটুল, এড, আবুল কালাম আজাদ, এড. ফরিদুল ইসলাম, মাহবুবুল হক মুকুল, রূপনাথ চৌধুরী নাচ্চু, রেজাউল করিম, এড. রনজিত দাশ, ইঞ্জিনিয়ার বদিউল আলম।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা মোহাম্মদ আনিসুল হক চৌধুরী, পৌর আওয়ামী লীগ নেতা রফিক মাহমুদ, জেলা খেলাঘরের আহবায়ক আবুল কাশেম বাবু, আছিফুল মওলা, জেলা উদীচীর সাধারণ সম্পাদক কল্যাণ পাল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক নুর আহমদ, নুরুল আলম পেঠান, সাংস্কৃতিক কর্মী, আবদুল মতিন আজাদ, জামাল হোসেন মনু, কমরেড গিয়াস উদ্দিন, কবি অমিত চৌধুরী, সাংস্কৃতিক কর্মী এবি ছিদ্দিক খোকন, হিল্লোল দাশ, জেলা খেলাঘরের সদস্য সচিব রিদুয়ান আলী, জেলা জাসদের দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, সাংস্কৃতিক কর্মী এসকে বোরহান, তারেক হাসান, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ন সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, পৌর আওয়ামী লীগ নেতা সেলিম নেওয়াজ, আসাদ উল্লাহ, শহর ছাত্রলীগ নেতা ইরফানুল হক, পৌর আওয়ামী লীগ নেতা ডা. পরিমল কান্তি দাশ, ছাত্রলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন আহমেদ সোহেল, হোসাইনুল হক চৌং, শাহেদ করিম ছামির, বিপ্লব মুন্না, মহিউদ্দিন আজাদ, নাছির উদ্দিন, এম. ফিরোজ উদ্দিন খোকা, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান, ছাত্রলীগ নেতা জমির হোসেন, মোঃ মিশকাত সিকদার মোঃ শহীদুল্লাহ, ছৎাত্র ইউনিয়ন নেতা রাহুল মহাজন, ছাত্রলীগ নেতা মাহমুদ বিন আঃ রহমান, গিয়াস উদ্দিন, রমজহান আলী, পৌর আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সেতু, মিজানুর রহমান, জিল্লুর রহমান, খোরশেদুল হক, সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ শহীদ, ছাত্রলীগ নেতা আশরাফুল করিম নোমান, পৌর আওয়ামী লীগের একেএম নজরুল ইসলাম, সাংবাদিক মির্জা ওবাইদ রুমেল, শহর ছাত্রলীগের সভাপতি মোরশেদ হোসাইন তানিম, কলেজ ছাত্রলীগের সভাপতি আবদুল মজিদ, ছাত্রলীগ নেতা মোঃ হোসাইন মোরশেদ, ফয়সাল উদ্দিন, ছাত্র ইউনিয়ন নেতা শয়ন কান্তি বিশ্বাস, উত্তম মারমা প্রমুখ।

এদিকে আজ সন্ধ্যা ৬টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর দ্বিতীয় তলায় ‘মুক্তিযুদ্ধের বিজয়মেলা-২০১৫’ এর ষ্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় বিজয়মেলা উদ্যাপন পরিষদ, উপ-পরিষদ গঠন, এবং বিজয়মেলা উদ্যাপনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এতে সংশ্লিষ্ট সকল উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


শেয়ার করুন