নাইক্ষ্যংছড়ি সীমান্ত

৭টি আইডি নিষ্কীয় করেছে সেনা-বিজিবি বিশেষজ্ঞ দল

60a1a09a-5834-496e-9771-8606156f645bমো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি :

বাংলাদেশ-মায়ানমার সীমান্তের আশারতলী এলাকা থেকে উদ্ধারকৃত ৭টি শক্তিশালী আইডি নিষ্কিয় করেছে সেনাবাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল। ২৪নভেম্বর মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় চট্টগ্রাম সেনানিবাস থেকে আগত সেনাবিহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল আইডি গুলোকে এক সাথে করে বিষ্ফোরণ ঘটিয়ে নিষ্কিয় করেন। এ সময় রামু ৫০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল শফিউল আজম পারভেজ, পিএসসি উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত ৭টি আইডি এক সাথে করে বিস্ফোরণের ফলে বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে উঠে। উল্লেখ্য সম্প্রতি কাঠুরিয়ারা এসব মাইন সীমান্ত এলাকায় দেখতে পেয়ে বিজিবি সদস্যদের খবর দিলে, বিজিবি সীমান্ত এলাকার বাংলাদেশ অভ্যান্তরীণ এলাকা থেকে মাটিতে পুতেঁ রাখা এসব আইডি উদ্ধার করে।


শেয়ার করুন