wife-400x309সিটিএন ডেস্ক:
অনেক স্ত্রীর স্বামীই নিখোঁজ হয়ে যান। বছর পার হয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায় না। এ অবস্থায় স্ত্রী বেশ জটিলতায় পড়েন। ইসলামি ফিকাহ’য় এ ব্যাপারে আলেমদের মতামত এসেছে। অনেকের সেটা জানা না থাকার কারণে ভয়ঙ্কর গোনাহ করে বসেন। ইদ্দত পালন না করেই অন্যত্র বিয়ে করে বসেন। যা মোটেও উচিত নয়।
ইসলামি আইন অনুযায়ী এ অবস্থায় স্ত্রী চার বছরকাল অপেক্ষা করবে। এর মাঝে হদিস না পেলে মহিলা চারমাস দশদিন স্বামী মৃত্যুর ইদ্দত পালন করবে। পরে শরিয়ত মোতাবেক এ বিয়ে ভেঙ্গে যাবে। তখন সে অন্যত্র বিয়ে বসতে পারবে।
ইমাম মালেক হযরত ফারুকে আজমের এ উক্তি নকল করেছেন, ‘যে মহিলার স্বামী লাপাত্তা হয়ে যায়, জানা নেই কোথায় সে। সে মহিলা চার বছর স্বামীর অপেক্ষা করবে। পরে চার মাস দশ দিন ইদ্দত পালন করে অন্যত্র বিয়ে বসবে।’ [মুয়াত্তা ইমাম মালেক]
এটা ইমাম মালেক রহ.-এর অভিমত। হানাফিগণও প্রয়োজনবোধে এর ওপর ফতোয়া দেন। উপমহাদেশের আলেমগণের মধ্যে শাহ অলিউল্লাহ মোহাদ্দেসে দেহলভী ও মাওলানা আব্দুল হাই ফিরিঙ্গী মহল্লী বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁরা দলিল প্রমাণ দিয়ে এটাকে প্রমাণ করেছেন।


শেয়ার করুন