৮ ও ৯ নং ওয়ার্ড পূজা কমিটির সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তিd78cf97d-62d3-4092-804c-fd4f646053e1

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কক্সবাজার জেলা শাখার কার্যক্রমেকে আরো শক্তিশালী এবং গতিশীল করতে শুরু হয়েছে তৃণমুল পর্যায়ে কমিটি গঠনের কাজ। আর ১৫ জানুয়ারী কক্সবাজার শহরের ৮ ও ৯নং ওয়ার্ড শাখার সম্মেলনের মধ্য দিয়ে এর সূচনা হয়। শুক্রবার সকালে লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গনে পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন-সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধু পূজার সীমাবদ্ধ না থেকে অবহেলিত মঠ-মন্দির ও শ্মশানের উন্নয়ন কাজের পাশাপাশি অবৈধ দখলদারদের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন গুহের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বক্তব্যে রাখেন-জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বরূপম পাল পাঞ্জু, কর্মকর্তা বিশ্বজিত পাল বিশু, স্বপন দাশ, সদর উপজেলা পূজা কমিটির সভাপতি দীপক দাশ, জেলা পূজা কমিটির কর্মকর্তা সাংবাদিক বলরাম দাশ অনুপম, সদর পূজা কমিটির সাধারণ সম্পাদক এড. বাপ্পী শর্মা, পৌর পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি জনি ধর ও শাওন চক্রবর্তী জনি। পরে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে টিকলু বিশ্বাসকে সভাপতি ও অজয় দাশকে সাধারণ সম্পাদক করে ৮নং এবং সুজন শর্মাকে সভাপতি ও সৈকত দে মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৯নং ওয়ার্ড শাখার কমিটি গঠন করা হয়। সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন ভুবন আচার্য্য।


শেয়ার করুন