৮৩ ভোট পেয়ে ফের সভাপতি সালাউদ্দিন

0e06cc95716dffeefb1c65dfbeb5ba51-kazi-salauddin_111191ক্রীড়া ডেস্ক

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে তৃতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হলেন সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী কামরুল আশরাফ খান পোটন পেয়েছেন ৫০ ভোট। একটি ভোট নষ্ট হয়েছে।

ভোটার ছিল ১৩৪ জন।

নির্বাচনের পর ক্রীড়া প্রতিমন্ত্রী জয় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, সুন্দর একটি নির্বাচনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আমরা একসঙ্গে দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাবো।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ভোটগ্রহণ শুরু হয় দুপুর দুইটায়। শেষ হয় পাঁচটায়। নির্বাচনে দুইটি প্যানেল লড়ে। কাজী সালাউদ্দিনের সম্মিলিত পরিষদ ও সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের ‘ফুটবল বাঁচাও’ জোট।

সভাপতি, চারটি সহ-সভাপতি ও ১৫টি সদস্য পদের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সালাহউদ্দীন প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়ে যান আব্দুস সালাম মুর্শেদী।

ফেডারেশনের ইতিহাসে এই প্রথম শতভাগ ভোট পড়েছে।


শেয়ার করুন