৬ষ্ট বর্ষে উখিয়া নিউজ ডটকম

unnamed (1)প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়া নিউজ ডটকম“সংবাদ সংযোগ সারাক্ষণ” শ্লোগানকে সামনে রেখে হাটি- হাটি পা -পা করে ২০১১ সালে এই দিনে যাত্রা শুরু হয় উখিয়া নিউজ ডটকম নামের এ অনলাইন নিউজ পোর্টালটির। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবাদ মাধ্যমকে যখন মানুষ ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে সেই সময় দেশ মাটি ও মানুষের কথা বলে এবং নিরপেক্ষতাকে ভর করে সংবাদ বিষয়ক পোর্টাল হিসেবে উখিয়া নিউজ ডটকম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। এই স্বল্প সময়ে এ আঞ্চলিক অনলাইন পত্রিকা উখিয়া নিউজ ডট কম মিডিয়ার মধ্যে নিজের অবস্থান তৈরি করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণে সক্ষম। শত বাঁধা বিপত্তির মধ্যেও নীতিকথা ও মূল্যবোধকে প্রধান বাহন হিসেবে বেছে নিয়ে কাজ করে চলেছে এই পত্রিকা।উখিয়া নিউজ ডট কমের পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা সহ সকলকে শুভেচ্ছা। উখিয়া নিউজ ডটকম এর এই সাফল্যের পিছনে পাঠকদের রয়েছে অন্যরকম অবদান। পাঠকরাই আমাদের প্রেরণা।
পৃথিবীতে ভাল মানুষ না থাকলে যেমন পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে তেমনি ভাল একটি মিডিয়া না থাকলে মিডিয়া কলঙ্কিত হয়ে যেতে পারে। আমরাই সে মিডিয়া হতে চাই যেখানে শুধু একটা ভাল মানুষ খুঁজতে হবে না পুরো পরিবারটিই থাকবে ভালমানুষের তালিকায়। মিডিয়ার জন্মদিনের কথা শুনলেই চোখে ভেসে উঠে বড় বড় কেক। বিভিন্ন শ্রেণী পেশা মানুষের হাতে হাতে ফুল। নানা জাঁক জমক-পূর্ণ অনুষ্ঠান। তবে পার্থক্য এই যে আজ আমরা কোন অনুষ্ঠান করছি না বা কোন কেকও কাটছি না। এ বিষয়ে সম্পাদক ওবাইদুল হক আবু চৌধুরী বলেছেন, শুধু রাজনৈতিক মনÍব্য বা বিবৃতি নয়। আমরা কথা বলি সমগ্র্র বিশ্বের অবস্থানরত বাংলাভাষী সব মানুষদের সুখ দুঃখের কথা। আমারা কথা বলি দেশ মাটি ও মানুষের। পাঠকদের প্রত্যাশা পূরণ করে, সকল বাঁধা বিপত্তিকে উপেক্ষা করে সৎ, সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে ডটকম সামনের দিকে এগিয়ে যাবে বলে আমার, আপনার, আমাদের সকলের দৃঢ় বিশ্বাস । অপর এক প্রশ্নের জবাবে সম্পাদক বলেন, উখিয়া নিউজ ডটকম সম্প্রচার লগ্ন থেকে অন্যায়ের বিরুদ্ধ প্রতিবাদের হাতিয়ার হয়ে কাজ করছে। আর রোহিঙ্গাদের জন্য বিভিন্ন এনজিও দেওয়া ত্রান সঠিক বন্টন না করায় এ দূনীর্তির কথা প্রকাশ করা হলে উখিয়া নিউজ ডটকমের বিরুদ্ধে মিথ্যা মামলাও হয়েছিল। তবু আমরা হাল ছাড়িনি পাঠকের অসীম ভালবাসা ও সহযোগিতায়।


শেয়ার করুন