৫ সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

চীফ রিপোর্টার, সিটিএন:

টেকনাফে ৫ সংবাদিকের উপর বর্বর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকালে হামলার শিকার ইন্ডিপেডেন্ট টিভির কক্সবাজার প্রতিনিধি তওফিকুল ইসলাম লিপু বাদি হয়ে হামলার মূলহোতা নূরুল হক ভুট্টোকে প্রধান আসামী করে মামলাটি দায়ের করেন। আরো ভুট্টোসহ ১৯ জনকে আসামী করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে তওফিকুল ইসলাম লিপু জানান, গত ১৩ মে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে টেকনাফের নাজিরপাড়ার এজাহার মিয়ার পুত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী, মানবপাচারসহ নানা অপকর্মের হোতা নূরুল হক ভুট্টো ও তার তিন ভাইসহ একদল সন্ত্রাসীর হামলায় ইন্ডিপেডেন্ট টিভির জেলা প্রতিনিধি তওফিকুল ইসলাম লিপু, ক্যামেরাপার্সন, সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দীন রুবেল, ক্যামেরাপার্সন ফরাজ ও একাত্তর টিভির ক্যামেরাপার্সন বাবু কান্তি দাশের উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় পাঁচ সাংবাদিকই গুরুতর আহত হন। এই ঘটনায় নূরুল হক ভুট্টোসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


শেয়ার করুন