৪ স্থানে বোমা হামলা, ওসি বলছেন বাজি

সিটিএন ডেস্ক:

যশোর সার্কিট হাউজগেটসহ শহরের চারটি স্থানে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার ফের রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। তবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী জানান, বোমা নয় কয়েকটি বাজির শব্দ শুনেছি। ঘটনাটি আমার কাছে বোমা বা ককটেলের শব্দ মনে হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে সার্কিট হাউজের গেট লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। শহরের মুজিব সড়কে অবস্থিত সার্কিট হাউজ এলাকায় এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশে অবস্থিত প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরাও বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান। জানতে চাইলে সার্কিট হাউজের কর্মচারী নাসির দুটি বোমা বিস্ফোরণের কথা নিশ্চিত করেন।

তবে যশোরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আবদুল মালেক বলেন, ‘বিষয়টি তিনি জানেন না।’

এছাড়া শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির হাবিলদার মোন্তাব আলী জানিয়েছেন, শহরের জেলা রোড কুইন্স হাসপাতালের সামনে, ঘোপ জেল রোড এবং পুরাতন কসবা বিমান অফিসের আশপাশে বোমার শব্দ শোনা গেছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা জানা যায়নি।


শেয়ার করুন