৪ শিশু হত্যার ঘটনায় আসামি আরজুর দায় স্বীকার

Habiganj4-Murder-arju-picসিটিএন ডেস্ক:

হবিগঞ্জের জেলার বাহুবলে আলোচিত ৪ শিশু হত্যার ঘটনায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আরেক ঘাতক আরজু মিয়া।

বুধবার বিকালে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে তাকে হাজির করা হয়।

বিকাল ৪টা থেকে সাড়ে ৫ পর্যন্ত সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। উপস্থিত সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আরজু হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে স্বীকার করেছে আরজু। ফলে এ ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে এসেছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় খেলা শেষে বাড়ি ফেরার পথে সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণ করা হয় অপহরণের পাঁচ দিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে দূরে একটি খালের পাশে বালি দিয়ে চাপা দেয়া ৪ শিশুর লাশ উদ্ধার করা হয় এ হত্যাকান্ডের পর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুন্দ্রাটিকি গ্রামের বাসিন্দা আবদুল আলী (৬০), তার ছেলে জুয়েল (২০), রুবেল (১৮), একই গ্রামের বাসিন্দা আরজু (৪০), বশির (২৪) ও সালেহ আহমদ ৩০ নামে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলার প্রধান আসামি আবদুল আলী বাগালের ছেলে রুবেল, জুয়েল ও আরজু আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে।


শেয়ার করুন