৪০ ফুট উঁচু ঢেউয়ে মৃত্যুর ছোবল (ভিডিও)

wwwwঅনলাইন ডেস্ক :
২৬ বছর বয়সী নারী কোরালাই গিরাউল্ট। তিনি একজন পেশাদার স্ল্যাকলাইনার। স্ল্যাকলাইনার মানে হচ্ছে- যিনি দড়ি বা তার সাদৃশ কিছুর ওপর দিয়ে ভারসম্য নিয়ন্ত্রণ করে হাঁটেন বা চলেন।

৪০ ফুট উঁচু ঢেউয়ে মৃত্যুর ছোবল (ভিডিও)
দুর্ধর্ষ সাহসী স্ল্যাকলাইনার কোরালাই গিরাউল্টকে একটি ভিডিওতে দেখা যাচ্ছে- তিনি দুই পাহাড়ের মাঝখানে বয়ে চলা উত্তাল ঢেউয়ের ওপর দিয়ে রাশির সাহায্যে স্ল্যাকলাইনিংয়ের মাধ্যমে পার হওয়ার চেষ্টা করছেন। তিনি যেটি পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন সেটার দূরত্ব ৩১ মিটার। এ সময় কোরালাইয়ের বন্ধু পাহাড়ের এক পাড় থেকে ছবি ধারণ করেন।

৪০ ফুট উঁচু ঢেউয়ে মৃত্যুর ছোবল (ভিডিও)
প্রায় ৪০ ফু্ট উঁচু ওই ঢেউ কোরালাইয়ের দিকে তেড়ে আচড়ে এসে পড়ছে। যেন একেকটি মৃত্যুর ছোবল। ভয়াল সেই ঢেউ তাকে গ্রাস করে ফেলছে। আর এতে তীব্র চিৎকার করে ওঠেন তিনি। তবে শেষ পর্যন্ত কোনো বিপর্যয় ঘটেনি।

সম্প্রতি দৃশ্যটি ধারণ করা হয়েছে ফ্রান্সের উপকূলে ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপের পাহাড়বেষ্টিত এলাকায়। দৃশ্যটি যেমন সুন্দর, তেমন ভয়ংকর। একটু এদিক-সেদিক হলেই মৃত্যু।https://youtu.be/6ECeA_ufG4w

সূত্র: এনডিটিভি, ডেইলি মেইল


শেয়ার করুন