৪শত বস্তা চাল পানির নিচে

Rich1436541361চকরিয়া প্রতিনিধি :

মাতারবাড়ি ইউপি চেয়ারম্যানের একগুয়েমীর কারণে ভিজিএফের ৪’শ বস্তা চাল বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। ফলে ২ হাজার ভিজিএফ এর কার্ডধারী গরীব নারী-পুরুষ চাল না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র মতে, সরকার প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পূর্বে ভিজিএফ এর চাল বিতরণ করে থাকে। মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল ঈদের ৩দিন পূর্বে পৌছলেও তাদের মাঝে বিতরণ না করে গুদামজাত করে রাখে। এ চাল ঈদের পূর্বে বিতরণ করার জন্য এলাকার ইউপি সদ্যসগণ চেষ্টা করলে চেয়ারম্যান তাদেরকে গালমন্দা করে বসে। এতে ২০ হাজার কেজি ওজনের ৪’শ বস্তা ভিজিএফের চাল বিতরণ না করায় ইউনিয়ন পরিষদের গুদামে বৃষ্টির পানি ডুকে চাল গুলো ভিজে নষ্ট হয়ে গেছে।

এঘটনা এলাকায় জানা জানি হলে ২হাজার কার্ডধারী নারী-পুরুষদের মাঝে দেখা দেয় চরম হতাশা আর ক্ষোভ। এব্যাপারে প্রবীণ রাজনীতিবিদ আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের মেম্বার বশির আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়ারম্যানের অবহেলার কারণে এ বেহাল দশা।


শেয়ার করুন