৩৯৯ রানে অলআউট ইংল্যান্ড

৫ উইকেটে ৩৪১ রান নিয়ে প্রথম দিন শেষ করেছল ইংল্যান্ড। অ্যান্টিগা টেস্টের দ্বিতীয়দিনের শুরুটা পুরোপুরিই বোলারদের দখলে। কারণ, দলীয় স্কোরের সাথে আর মাত্র ৫৮ রান যোগ করতেই আউট হয়ে গেলেন ইংলিশদের বাকি ৫ ব্যাটসম্যানও। ৫ উইকেটে ৩৪১ থেকে ৩৯৯ রানেই অলআউট ইংল্যান্ড। সেঞ্চুরি করার পর ১৪৩ রানে আউট হয়ে আগেরদিনই বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান ইয়ান বেল। তিনি আউট হয়ে গেলেও আশা ছিল ৭১ রান নিয়ে ক্রিজে থাকা বেন স্টোকসকে নিয়ে। কিন্তু নিজের ইনিংসের সাথে দ্বিতীয় দিন মাত্র ৮ রান যোগ করতে সক্ষম হন স্টোকস। জেরোমে টেলরের বলে বেন স্টোকস আউট হয়ে যাওয়ার পর অবশ্য আর কোন ইংলিশ ব্যাটসম্যান দাঁড়াতেই পারেনি। ক্রিস জর্ডান ২১ রানে অপরাজিত এবং জেমস এন্ডারসন ২০ রান করলে ইংলিশদের ইনিংস গিয়ে থাকে ৩৯৯ রানে। ক্যারিবীয় বোলারদের পক্ষে ৯৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন কেমার রোচ। ৯০ রান দিয়ে ৩ উইকেট নেন জেরোমে টেলর এবং অধিনায়ক জ্যাসন হোল্ডার ৬৯ রান দিয়ে নেন ২ উইকেট। মারলন স্যামুয়েলস নেন ১ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ১৯ রানে ১টি, ৪২ রানে ২টি এবং ৮৯ রানে তৃতীয় উইকেট হারায় তারা। এ রিপোর্ট লেখার সময় ক্যারিবীয়দের রান ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৯। ক্রিজে আছেন ক্রেইগ ব্রাফওয়েট ৩৯ এবং শিবনারায়ন চন্দরপল ৬ রানে। ইংল্যান্ডের পক্ষে উইকেট তিনটি নেন এন্ডারসন, ব্রড এবং জর্ডান। ইএসপিএন


শেয়ার করুন