৩৫ অনলাইন সাইট বন্ধ

আমার দেশ, শীর্ষ নিউজ, দিনকালসহ ৩৫টি অনলাইন পোর্টাল ও ওয়েবসাইট বন্ধ করা হচ্ছে।
ইতোমধ্যে মোবাইল ফোন অপারেটরসহ ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ সংশ্লিষ্ট অপারেটরদের চিঠি দিয়ে এসব সাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার এই নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ সাংবাদিকদের এই এসব অনলাইন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইটগুলো হলো, আরটি নিউজ টোয়োন্টিফোর, হক কথা, আমরা বিএনপি, রিয়েলটাইম নিউজ, বিন্যাশন টোয়োন্টিফোর, ন্যাশন নিউজবিডি, ভোরের আলাপ, বাংলাস্পট টোয়োন্টিফোর, ডেইলি টাইমস টোয়োন্টিফোর, মাই নিউজবিডি, লাইভ খবর, রিখান, শীর্ষ নিউজবিডি, নতুনের ডাক, সিলেট ভয়েস টোয়োন্টিফোর, সময় বাংলা, প্রথম নিউজ।
ব্লকের মধ্যে আরও রয়েছে, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মিনিটর, বিডি আপডেট নিউজ টোয়োন্টিফোর, নিউজ ডেইলি টোয়োন্টিফোর বিডি, আমার দেশ অনলাইন, দৈনিক আমার দেশ, অন্যজগত টোয়েন্টিফোর, আমার বাংলাদেশ অনলাইন, দেশবিডি, ক্রািইম বিডিনিউজ টোয়েন্টিফোর, নতুন সকাল, শীর্ষ খবর, ওএনবি টোয়েন্টিফোর, দিনকাল অনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনার বাংলা ও টোয়োন্টিফোর বাংলাদেশ ব্লগ।

–টেক শহর


শেয়ার করুন