২ ফেব্রুয়ারী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু: জেলায় ৩৭ কেন্দ্রে ১৭৯৬৩ জন পরীক্ষার্থী

images
নুরুল আজিম নিহাদ, সিটিএন:
কক্সবাজার জেলা এবার এসএসসি ও সমানের পরীক্ষায় মোট ১৭ হাজার ৯ শত ৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১১ হাজার ৩৫ জন, দাখিল পরীক্ষার্থী ৬ হাজার ১ শত ৯৯ জন ও কারিগরি পরীক্ষার্থী ৭ শত ২৯ জন। পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলার মোট ৩৭ টি কেন্দ্রে। ২৭ জানুয়ারি বিকেলে জেলা প্রশাসক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব তথ্য জানানো হয়।
কক্সবাজার সহ সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে ২ ফেব্রুয়ারী থেকে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজনৈতিল পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবারের সকল পরীক্ষা।
কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে প্রাপ্ত তথ্যমতে, এসএসসিতে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৪৫ জন শিক্ষার্থী অংগ্রহন করছে। এছাড়া ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪৩৯ জন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০৫৬ জন, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৫৮ জন, রামু খিজারী মডেল উচ্চ বিদ্যালয়ে ৩৯৮ জন, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৩৯ জন, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৪৮২ জন, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৪৭৯ জন, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে ২৬৬ জন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৪৬ জন, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬০৭ জন, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ে ৩৩১ জন, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ে ২৫৮ জন, উখিয়া উচ্চ বিদ্যালয়ে ৪৭৫ জন, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৮৮, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৬৩ জন, এজাহার উচ্চ বিদ্যালয়ে ৪৭৮ জন, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন ৩৪৩ জন ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে।
দাখিল পরীক্ষায় কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা কেন্দ্রে ৪০৫ জন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসায় ৫৪০ জন, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসায় ৪৩৮ জন, চকরিয়া আনওয়ারুল উলুম ফাজিল মাদরাসায় ১১৮১ জন, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসায় ৫০৭ জন, কুতুবদিয়া বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসায় ৪১২ জন, মহেশখালী পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদরাসায় ৪৬৩ জন, মহেশখাল-২ (কালামারছাড়া), কেন্দ্রে ৪৩৯ জন, টেকনাফ রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদরাসায় ৩৫৪ জন, পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদরাসায় ৫০২ জন, রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ৫২৯ জন, উখিয়া রাজাপালং এম, ইউ ফাজিল মাদরাসায় ৪২৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এবার।
অন্যদিকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরক্ষায় এবার কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ২৯১ জন, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২০ জন, রামু টেক্সটাইল ইনস্টিটিউটে ৭৭ জন, চকরিয়া কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে ১৫৩ জন, মহেশখালী আইল্যান্ড স্কুল ৫৬ জন, নুুরুল ইসলাম চৌধুরী বিএম স্কুল এন্ড কলেজে ৩২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে আশাকরি নির্ধারিত নিয়মে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।


শেয়ার করুন