কুতুবদিয়ার

২৭ জন মাঝি-মাল্লাহসহ ফিশিং ট্রলার ভারতীয় কোষ্টগার্ডের নিকট আটক

tolar1442756257নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ।

কুতুবদিয়ার ১ ফিশিং ট্রলার ২৭ জন মাঝি-মাল্লাহ নিয়ে ভারতীয় কোষ্টগার্ডের নিকট আটক হওয়ার খবর পাওয়া গেছে। ফিশিং ট্রলারটি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়া এলাকার নূরুল হুদার পুত্র জিয়াউর রহমান (বাবুল) এর মালিকানাধীন এফ.বি জেড রহমান যার রেজি নং এস ৮১৯২।

ট্রলার মালিকসুত্রে প্রকাশ, গত ৫ নভেম্বর কুতুবদিয়া উপকূল থেকে এফ.বি জেড় রহমান ২৭ জন মাঝি-মাল্লাহ নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যায়। ফিশিং ট্রলারটি বঙ্গোপসাগরে মাছধরারত অবস্থায় ঘন কুয়াশার কারণে মাঝি মোঃ ছাবের দিক নির্দেশনা ভুল করে বাংলাদেশ জলসীমা থেকে ভারতের জলসীমায় প্রবেশ করলে কর্তব্যরত সে দেশের কোষ্টগার্ড  ২৭ জন মাঝি-মাল্লাহসহ ট্রলারটি আটক করে। পরে অবৈধ্যভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোষ্টগার্ড ২৭ জন মাঝি-মাল্লাহসহ ট্রলারটি ভারতের প্যাজারগঞ্জ কোষ্টাল থানায় সোর্পদ করেন। তখন থেকে ফিশিং ট্রালারটি ২৭ জন মাঝি-মাল্লাহ নিয়ে নিখোঁজ হয়ে যায়।

ফিশিং ট্রলার মালিক জিয়াউর রহমান(বাবুল) অনেক জায়গায় খোঁজাখুজির পর না পেয়ে গত ১০ নভেম্বর ভারতীয় ফোন নং ০০৯১৭৭৯৭৩৮২৩৯৩ নং এর মাধ্যমে  যোগাযোগ করলে ভারতীয় কোষ্টগার্ড কর্তৃক মাঝি-মাল্লাহসহ ট্রলারটি আটক হওয়ার  বিষয়টি নিশ্চিত হয় ট্রলার মালিক। আটককৃত মাঝি-মাল্লারা বর্তমানে ভারতীয় কারাগারে আছে। এ ব্যাপারে ট্রলার মালিক জিয়াউর রহমান (বাবুল) গতকাল ১০ নভেম্বর কক্সবাজার জেলার কুতুবদিয়া থানায় সাধারণ ডায়েরী করেন। কুতুরদিয়া থানার ডায়েরী নং ২৭১।

এদিকে আটক হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে মাঝি-মাল্লাহদের পরিবারে কান্নার রুল পড়ে। তাদের আত্নীয় স্বজনরা আটককৃত মাঝি-মাল্লাহদের ছাড়িয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।


শেয়ার করুন