২৫ সেপ্টেম্বর শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির আবেদন ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত চলবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে। এ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) কোর্সে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন অনার্স ১মবর্ষ শিক্ষার্থীদের পরীক্ষার ফরমপূরণ সংক্রান্ত আবেদন ও সংশ্লিষ্ট কোর্সের ইনকোর্স নম্বর প্রদানসহ যাবতীয় কার্যক্রম অনলাইনে গত ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।

এ কার্যক্রম আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

 


শেয়ার করুন