২৫ মার্চ কালো রাত্রি স্মরণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোর মিছিল

প্রেস বিজ্ঞপ্তি :
মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে এখনো পর্যন্ত স্বাধীনতা বিরোধী উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠী নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। বোমা হামলা ও অবরোধ নামক অবৈধ কর্মসূচী দিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করতে উঠে পড়ে লেগেছে। এই সংকট থেকে উত্তোরণ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একমাত্র অবলম্বন মুক্তিযুদ্ধের চেতনা। অসাম্প্রদায়িক বাঙালী জাতিয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল অপশক্তিকে রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে আজ ঐক্যবদ্ধ সংগ্রাম রচনা করতে হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার উদ্যোগে গতকাল ২৫ মার্চ কালো রাত্রিতে নিহত শহীদদের স্মরণে আয়োজিত আলোর মিছিল পরবর্তী কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ এই কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পরিষদ সদস্য এড. তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ যথাক্রমে আবুল কাশেম বাবু, জাহেদ সরওয়ার সোহেল, করিম উল্লাহ, কল্যাণ পাল, রিদুয়ান আলী, ওয়াহিদ মুরাদ সুমন, আবুবক্কর ছিদ্দিক খোকন, শহীদুল্লাহ শহীদ, মনির মোবারক। এসময় আরো উপস্থিত ছিলেন, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন আহমেদ, হেমন্তিকার সাধারণ সম্পাদক অনিল দত্ত, যুবনেতা শংকর বড়–য়া রুমি, খেলাঘর সংগঠক দীপক শর্মা দীপু, উদীচী কর্মী হিল্লোল দাশ, আশুতোষ রুদ্র, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সৌরভ দেব, সাধারণ সম্পাদক অন্তিক চক্রবর্তী প্রমুখ। আলোর মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ দেশে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ও সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির কার্যক্রম ত্বরান্বিত করার দাবী জানান।


শেয়ার করুন