২৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উন্মোচন

২৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ctn copyসিটিএন ডেস্ক :

সম্প্রতি ক্যানন ঘোষণা করল তাদের নতুন ২৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, যা কিনা আমাদের সাধারণ ডিএসএলআর ক্যামেরাতেও ব্যবহার করা যাবে। নতুন এই ক্যামেরা সেন্সরটিতে ব্যবহার করা হয়েছে এপিএস-এইচ প্রযুক্তির সিএমওএস সেন্সর।

ক্যাননের দাবী, এই সেন্সরটি ব্যবহার করে ১৮ কি.মি. উপরে থাকা কোন প্লেনের ছবি তুললে, প্লেনের গায়ে লেখা প্রতিটি অক্ষরকে আলাদা আলাদা করে পড়া যাবে।

বলা হচ্ছে এত ছোট সাইজে পিক্সেলের বিবেচনায় এটাই সবথেকে ঘন সেন্সর এবং সেন্সরটি প্রচুর দ্রুত কাজ করে। প্রতি সেকেন্ডে ১.২৫ বিলিয়ন অথবা ১২৫ কোটি পিক্সেল রিড করতে পারে সেন্সরটি।

এর মানে সেন্সরটি দিয়ে প্রতি সেকেন্ডে অত্যন্ত হাই রেজ্যুলেশনের পাঁচটি ছবি তোলা যাবে। সেন্সরটির প্রকৃত রেজ্যুলেশন হচ্ছে ১৯,৫৮০ x ১২,৬০০ যা কিনা প্রায় ২৪৬.৭ মেগাপিক্সেলের সমান।

তবে ক্যানন এক্ষেত্রে, সেন্সরটিকে খুচরাভাবে বিক্রির পরিবর্তে, নিরাপত্তা ব্যবস্থার দিকেই বেশি প্রচারণা চালাচ্ছে।

এতে করে ধারণা করা হচ্ছে সাধারণ ভাবে বিভিন্ন ক্যামেরায় ব্যবহারের পরিবর্তে সেন্সরটিকে বিশেষ বিশেষ নির্দিষ্ট কাজের জন্যই বেশি ব্যবহার করা হবে।


শেয়ার করুন