২৩ সেটেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

2015_09_17_21_44_31_8m0VqVaSb0f9yNVGZcfUHBshyO7T17_800xautoসিটিএন ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন। এই অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং সেখানে তিনি ১ অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন। প্রধানমন্ত্রী ৬০ সদস্যবিশিষ্ট বাংলাদেশ সরকারি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ ১৭ সেপ্টেম্বর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ১৯৭৪ সালের এই দিনেই বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে আত্মপ্রকাশ করে। জাতিসংঘের সদস্য পদ লাভের এই বিশেষ দিনটিতে বাঙালি জাতির অবিসংবাদিত এই মহান নেতার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবছর জাতিসংঘ ৭০ বছরে পদার্পণ করছে। একাধিক কারণে তাই এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন বিশেষ গুরুত্ব বহন করছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জন সাফল্যের ধারায় টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের অঙ্গীকার ও প্রত্যয়ের তথ্য তুলে ধরবেন। সাধারণ পরিষদের বিভিন্ন সেশনে অংশ নেয়াসহ বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক কয়েকটি বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী।’

মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টারাসহ ৬০ সদস্যের প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে থাকবেন।’

৭০তম এ অধিবেশনে বিশ্বের বেশ কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পাশাপাশি ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা আছে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন