১০ বিষয় যা আপনি জানতেন না

101-400x287পৃথিবীতে প্রতিদিন কত কিছুই ঘটছে। সৃষ্টি হচ্ছে কত কিছু। যার অধিকাংশই আপনি জানেন না। জানলেও এই মুহূর্তে মনে নেই। জেনে নিন এমন ১০ জিনিস।
এক. ফেসবুকের জনক মার্ক জাকারবার্গের পেইজে যেতে হলে আপনাকে কষ্ট করে নাম লিখে সার্চ দিতে হবে না। ফেসবুকের ইউআরএল এর শেষে /৪ যোগ করলেই সেটি আপনাকে সরাসরি ফেসবুকের মালিকের পেইজে নিয়ে যাবে।
দুই. বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এটা জানলেও আপনি জানেন না ১৯৮২ সালে একে জাতীয় মসজিদ ঘোষণা করা হয়।
তিন. আমার সোনার বাংলা জাতীয় সঙ্গিতটি সর্ব প্রথম প্রকাশ হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায়।
চার. বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হলেও এটা অনেকেই জানি না ১ অগ্রহায়ন কৃষি দিবস।
পাঁচ. আমরা তিন বেলা ভাত খেলেও চাল উৎপাদনে শীর্ষ দেশ কিন্তু চীন।
ছয়. পানির তলায় মাটি কাটা যায় জানলেও জানি না সেই যন্ত্রের নাম ড্রেডলার।
সাত. মুখ থাকলেও মাছেরা কথা বলতে পারে না, তারা দাঁতে দাঁত ঘঁষে একে অপরের সঙ্গে যোগাযোগ করে থাকে।
আট. নামে বাঘ হলেও চিতাবাঘ গর্জন করতে পারে না, ডাকে অনেকটা বিড়ালের মতোই।
নয়. প্রতিদিন মহিলারা গড়ে ৭০০০ বাক্য বলে থাকে, আর পুরুষরা বলে থাকে ২০০০ বাক্য।
দশ. ইউটিউবে প্রতি মাসে ৬০০ কোটি ঘণ্টারও বেশি ভিডিও দেখা হয় । অর্থাৎ যা বিশ্বের প্রত্যেক মানুষের মাসে এক ঘণ্টা করে ভিডিও দেখার মতো।


শেয়ার করুন