১০ টি সুরা ১০ বিপদ থেকে রক্ষা করবে

al_quran_skkk-400x300সিটিএন ডেস্ক:

পবিত্র কুরআনের বিভিন্ন সুরা সম্পর্কে হাদিসে বিভিন্ন ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুল সা. বেশ কয়েকটি সুরা মানুষের বিপদ আপদ থেকে রক্ষার কারণ হিসেবে উল্লেখ করেছেন। জেনে নিন কোন সুরা আপনাকে কোন বিপদ থেকে মুক্তি দেবে।
এক. সুরা ফতিহা আল্লাহর গজব থেকে রক্ষার কারণ হয়।
দুই. সুরা ইয়াসীন কিয়ামতের দিন পিপার্সাত হওয়া থেকে রক্ষার মাধ্যম হবে।
তিন. সুরা দুখান কিয়ামতের দিনের ভয়াল অবস্থা হতে রক্ষার মাধ্যম হবে।
চার. সুরা ওয়াকি’আ দরিদ্রতা থেকে রক্ষার কারণ হবে।
পাঁচ. সুরা মূলক কবরের আযাব থেকে রক্ষার মাধ্যম হবে।
ছয়. সুরা কাওসার শত্রুর অনিষ্ট থেকে রক্ষার কারণ হয়।
সাত. সুরা কাফিরুন মৃত্যুর সময় কুফুরী থেকে রক্ষার কারণ হয়।
আট. সুরা ইখলাস মুনাফিকী হতে রক্ষার কারণ হয়।
নয়. সুরা ফালাক হিংসুকের হিংসার হতে রক্ষার কারণ হয়।
দশ. সুরা নাস যাবতীয় ওয়াসাওয়াসা হতে রক্ষার কারণ হয়।
আল্লাহর সত্য বাণী আল কোরআন আপনাকে সকল বালা মসিবত থেকে রক্ষা করতে পারে। আমলগুলো সবাই পালনের চেষ্টা করুন। আল্লাহ আপনাকে রক্ষা করবেন।


শেয়ার করুন