, ৪৫ হাজার জরিমানা আদায়

হ্নীলা ষ্টেশনে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

cb75da37-f1c0-493a-a018-5b941572a940হেলাল উদ্দিন, টেকনাফ : 

টেকনাফের হ্নীলা ষ্টেশনে প্রায় ১ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদের পাশাপাশি সরকারী খাস জমি দখল করায় ৪ দোকান থেকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ ইকবালের নেতৃত্বে হ্নীলা ষ্টেশনে ৩ ঘন্টা ব্যাপী এই অভিযান চালানো হয়।

অভিযানে কক্সবাজার-টেকনাফ মহা সড়কের দু’পাশের অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অবৈধভাবে সরকারী খাস জমি দখল করে রাখার দায়ে হ্নীলা ষ্টেশনের মাহবুব সওদাগরকে ২০ হাজার, আবু তৈয়বকে ১০ হাজার, নুর আহমদ নুইন্নাকে ১০ হাজার ও আনোয়ার সাওদাগরকে ৫ হাজার টাকা জরিমানা করে। টেকনাফ থানা এস.আই মফিজুল আলম, হ্নীলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জয়নাল আবেদীন, সারবেয়ার সাইদুর রহমান সবুজ, কানোনগো মো: মুছা, পেশকার সরোয়ার এসময় উপস্থিত ছিলেন।


শেয়ার করুন