হ্নীলা বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে লেদা লাল মিয়া স্মৃতি

f8fba948-6872-490d-accf-6e063a298fd3হেলাল উদ্দিন, টেকনাফ :

টেকনাফের হ্নীলা আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট’১৬ এর দ্বিতীয় সেমিফাইনালে ট্রাইবেকারে ওয়াব্রাং একাদশকে ২-৪ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছে লেদা লাল মিয়া স্মৃতি ফুটবল একাদশ। ১৫ ফেব্র“য়ারী সোমবার বিকাল ৪টা ১৯ মিনিটে টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা ওয়াব্রাং ও লেদা লাল মিয়া স্মৃতি একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথমর্ধ্বের ১৫ মিনিটে ওয়াব্রাং ফুটবল একাদশের ১০ নম্বার জার্সিধারী খেলোয়াড় জাইনুলের দূর্দান্ত শটে লেদা লেদা লাল মিয়া স্মৃতি একাদশের জালে বল ঢুকিয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর দ্বিতীয়ার্ধ্বে ১১ মিনিটে লেদা লাল মিয়া স্মৃতি একাদশের ৭৭ নম্বার জার্সিধারী খেলোয়াড় সমরিনের দূর্দান্ত শটে ওয়াব্রাং ফুটবল একাদশের জালে বল ঢুকিয়ে দলকে ১-১ গোলে সমতা আনে। দ্বিতীয়ার্ধ্বের বাকী সময়ে উভয় দল আক্রমন পাল্টা আক্রমন করেও কোন গোল করতে না পারলে খেলা ১-১ গোল শূণ্য ড্র হয়। পরে ট্রাইবেকার ওয়াব্রাং একাদশকে ২-৪ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠেন লেদা লাল মিয়া স্মৃতি ফুটবল একাদশ। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আবদুল মজিদ, সহকারী রেফারী এম. গিয়াস উদ্দিন ও আলী হোছাইন ও ৪র্থ রেফারীর দায়িত্ব পালন করেন ফরহাদুজ্জামান। ম্যাচের শ্রেষ্ট খেলোয়াড় নির্বাচিত হন লাল মিয়া স্মৃৃতি ফুটবল একাদশের গোলকিপার জাহাঙ্গীর। খেলা শেষে তাকে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা। খেলা চলাকালীন সময় মাঠে উপস্থিত ছিলেন হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ছালেহ আহমদ মেম্বার, আহবায়ক কায়সার উদ্দিন আহমদ, যুগ্ন-আহবায়ক মৌলভী শাকের আহমদ, সদস্য সচিব মোস্তাক আহমদ সাকী, সদস্য ইব্রাহীম খলিল, ক্রীড়াবিদ শেখ মুহাম্মদ রফিক, বাহাদুর শাহ তপু, দেলোয়ার হোছাইন, দেলোয়ার হোছাইন মিল্কি, ফিরুজ আহমদ, মাষ্টার নজির আহমদ, আবু তাহের, আবুল কালাম আলম, কালু প্রমূখ। ১৯ ফেব্র“য়ারী শুক্রবার বিকাল সাড়ে ৩টায় টুর্ণামেন্টের ফাইনাল খেলায় লেদা লাল মিয়া স্মৃৃতি ফুটবল একাদশ ও রংগে ইলাহী একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন