১২তম ম্যাচের গোল শূণ্য ড্র

হ্নীলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট

03হেলাল উদ্দিন, টেকনাফ
হ্নীলা আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট’১৬ এর প্রথম রাউন্ডের ১২তম খেলা গোল শূণ্য ড্র হয়েছে।
২৭ জানুয়ারী বুধবার বিকাল ৪টা ১৮ মিনিটে টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ১২তম খেলায় হ্নীলা টু-ব্রাদার্স ও টেকনাফ উপজেলা নবজাগরণ সংসদ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথমার্ধ্বে ও দ্বিতীয়ার্ধ্বে উভয় দলের খেলোয়াড়েরা থেমে থেমে আক্রমণ করেও গোল করতে পারেনি। খেলার শেষ বাঁশি বাজালে গোল শূণ্য ড্র হয়ে পয়েন্ড ভাগাভাগি করে মাঠ ছাড়েন উভয় দল। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আলী হোসেন, সহকারী রেফারী মো: আলমগীর, শফিউল আযম ও ৪র্থ রেফারীর দায়িত্ব পালন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান।
ম্যাচের শ্রেষ্ট খেলোয়াড় নির্বাচিত হন হ্নীলা টু-ব্রাদার্স একাদশের বাপ্পী ও পরিচ্ছন্ন খেলোয়াড় নির্বাচিত হন টেকনাফ উপজেলা নবজাগরণ সংসদের তাহের। খেলা শেষে তাদের পুরুষ্কার বিতরণ করেন খেলার অতিথিরা। খেলা চলাকালীন সময় মাঠে উপস্থিত ছিলেন হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোফাজ্জল হক, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ, যুগ্ন-আহবায়ক মৌলভী শাকের আহমদ, সদস্য সচিব মোস্তাক আহমদ সাকী, ক্রীড়াবিদ ফিরোজ আহমদ, বাহদুর শাহ তপু, সদস্য ইব্রাহীম খলিল, ক্রিড়াবিদ আবু তাহের, নুর হোসেন, আবুল কালাম আলম,শাশশুল আলম বাবুল প্রমূখ। বৃহম্পতিবার বিকাল সাড়ে ৩টায় টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের ১৩তম খেলায় খারাং খালী ক্রীড়া পরিষদ ও লেদা স্পোর্টিং ক্লাব একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে।

হ্নীলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

হেলাল উদ্দিন, টেকনাফ:

টেকনাফের হ্নীলায় বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের। খেলার শুভ উদ্বোধন করেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদকে প্রবণ সীমান্ত উপজেলা টেকনাফকে মাদকের রাহু গ্রাস থেকে অসরমধ প্রজন্মকে বাঁচাতে ক্রীড়া-সংস্কৃতি চর্চার বিকল্প নেই। দেশে যত বেশী ক্রীড়া সাথে জড়িত সেই যুবকরা অপর্কম থেকে মুক্তি পায়। ১৭ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একটি চৌকচ দল জাতীয় সংগীত পরিবেশন ও উত্তোলনের মধ্য দিয়ে গার্ড অব অনার প্রদর্শন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান এইচ.এম ইউনুছ বাঙ্গালী, টেকনাফ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর কাউন্সিলর, সাবেক চেয়ারম্যান ও হ্নীলা ইউনিয়ন আ’লীগের সভাপতি এইচ.কে আনোয়ার, হ্নীলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিকদার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শেখ মো: রফিক উদ্দিন, টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান, সদস্য ইব্রাহীম খলিল, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কাইছার উদ্দিন, যুগ্ন-আহবায়ক মাহবুব মোর্শেদ, মৌ: শাকের আহমদ, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সালাম, হোয়াইক্যং ইউনিয়ন আ’লীগ সম্পাদক রকিব উদ্দিন, আ’লীগ নেতা ফিরোজ আহমদ, ক্রীড়া ব্যক্তিত্ব বাহদুর শাহ তপু, আবছার কামাল নোবেল, প্রবাল নিউজ ডটকম’র চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, ক্রীড়া ব্যক্তিত্ব মো: ইদ্রিস ও হাজী মো: কালু প্রমূখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ওয়াব্রাং ফুটবল একাদশকে ২-০ হারিয়ে জয় লাভ করে রঙ্গিখালী ফুটবল একাদশ।=======


শেয়ার করুন