মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি সংবর্ধনা

‘শুধু ভালো রেজাল্ট নয়, ভালো মানুষও হতে হবে’

13652353_1742887709284455_442609595_nনিজস্ব প্রতিবেদক:
মহেশখালী উপজেলার ব্যতিক্রমধর্মী বৃহত্তম সামাজিক ও অরাজনৈতিক সংগঠন হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড উদ্যোগে টানা পঞ্চমবারের মত গুণীজন, এসএসসি/দাখিল কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা ও হোয়ানক সিভিল ইয়ুথ মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই বিকালে হোয়ানক ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি মেহেদী হাসান পাবেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন হোয়ানক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল করিম, কুতুবজুম অবসোর উচ্চ 13652391_1743028132603746_1961892086_nবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, টাইমবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা সোলতান আহমদ, সিসিডিএফ এর নির্বাহী পরিচালক সুভ্রত দত্ত,

13650547_626544987501616_93860236_nহরিয়ারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ ছিদ্দিকী, হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কুতুব উদ্দিন ইলাহী, পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু সিদ্দিক, ছনখোলা পাড়া পাবলিক নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, কালাগাজির পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মিজ্জিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের 13652327_1743028142603745_934753603_nপ্রধান শিক্ষক এস এম সিরাজুল হক, সহকারী শিক্ষক মোরশেদুল আলম, আব্দু জব্বার, তরুণ সাংবাদিক শাহেদ ইমরান মিজান, দফদার শামশুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড একটি অনন্য সংগঠন। যে সংগঠন এক ঝাঁক আলোর পথের পথিককে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছাতে কাজ করে যাচ্ছে। তাদের অনাগত স্বপ্ন জগতকে প্রসারিত করে যাচ্ছে। এই মহৎ কর্ম নিয়ে হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সুনাম একদিন জাতীয় পর্যায়ে পৌঁছে যাবে।

13625127_1743028165937076_199741203_n
অতিথিরা সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষকে স্বপ্ন দেখতে হয়। আর স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হয়। পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের স্বপ্নদুয়ারে পা দিয়েছ। এবার এগিয়ে যাওয়ার পালা। কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বপ্নের মঞ্জিলে পৌঁছে যাবে। শুধু ভালো রেজাল্ট করলে হবে না; সেই সাথে ভালো মানুষও হতে হবে। তবেই তোমাদের জন্ম সার্থক হবে।

13650339_626544994168282_158434358_n
অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি বোরহান উদ্দিন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, যুগ্ন সম্পাদক রাশেদ নিজাম, অর্থ সম্পাদক জাহেদুল ইসলাম রানা, সাবেক যুগ্নসম্পাদক আবু সায়েদ মোহাম্মদ ফয়সাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ শেখ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য জাহানগীর আলম, কাইচার হামিদ, হাসমত, ইমরান, সাদ্দাম, সাজ্জাদ, ইমন, সোহেল, শাহিনুরসহ প্রমুখ নেতৃবৃন্দ।13652734_1743028169270409_393709538_n


শেয়ার করুন