হোয়াইক্যং আলী-আছিয়া হাইস্কুলে জঙ্গিবাদ বিরোধী সভা

টেকনাফ প্রতিনিধি :

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম শমসের আলী বলেছেন বর্তমানে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ও মাদক ভয়াবহ আকারে ধারণ করেছে। এসব কারণ দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে রুদ্ধ করবে। দেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে কষ্ট হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদে ঝুঁকে পড়ছে। তাদের জ্ঞান ও সঠিক শিক্ষার অভাবে ইসলাম ও আইন বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ করতে হবে। ২৭ জুলাই দুপুর ১২ টায় হোয়াইক্যং বাজারস্থ প্রিতম কমিউনিটি সেন্টারে হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ‘সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক বিরোধী’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এইচএম ইউনুছ বাঙ্গালী, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মৌলানা নুর আহমদ আনোয়ারী ও হোয়াইক্যং ফাঁড়ী পুলিশের ইনচার্জ এসআই মাসুদ মুন্সি। সিনিয়র শিক্ষক আশিষ কুমার বেদাজ্ঞের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলফালাহ একাডেমির অধ্যক্ষ আলহাজ্ব নুর হোসেন ছিদ্দিকী, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, কান্জরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, হোয়াইক্যং সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলমগীর চৌধুরী। আলোচনা সভার পূর্বে স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক ও শিক্ষকবৃন্দদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী হোয়াইক্যংয়ের প্রধান সড়ক প্রদিক্ষণ করে।


শেয়ার করুন