ক্ষয়-ক্ষতি ২৫ লক্ষ টাকা

হোয়াইক্যংয়ে অগ্নিকান্ডে ১২ বসত-বাড়ি পুঁড়ে ছাঁই

342c3d46-28fc-428b-b200-3d32971472f1হেলাল উদ্দিন : 

টেকনাফের হোয়াইক্যংয়ে রান্না ঘরের আগুনে ১২ বসত-বাড়ি পুঁড়ে ছাঁই হয়ে গেছে। এতে আসবাব পত্র,স্বর্ণ,নগদ টাকা ও ধান-চাউলসহ অনুমানিক ২৫ লক্ষা টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জায়, ২৬ নভেম্বর বিকাল ৩টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ায় আব্দুল খলিলের পুত্র জুহুর আলমের বসত-বাড়ির রান্না ঘর হতে অসাবধানতাবশত অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

তা মূর্হুতে আসমত আলীর পুত্র নুরু হোসেন নুর,মৃত হোছনের পুত্র আব্দুল খলিল,মৃত আব্দুস শরীফের পুত্র নবী হোছন,আমির হোছন,নুর আহমদের স্ত্রী হাজেরা খাতুন,পুত্র ফরিদ আলম,বদি আলম,মৃত কাদির হোছনের পুত্র বাদশা মিয়া,আব্দু খলিলের পুত্র শাহ আলম,হামিদ হোছন, ইমাম হোসেনসহ ১২ পরিবারের ৭টি বসত-বাড়িতে ছড়িয়ে পড়ে। পাশ্ববর্তী লোকজন উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগে সম্পূর্ণ পুড়েঁ ছাঁই হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে বিকাল ৫টায় ঘটনাস্থলে পৌঁছে।

এতে সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় জাহেদ হোছন মেম্বার,মহিলা মেম্বার মমতাজ বেগম,আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম লালু,যুবলীগ নেতা শেখ শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই অগ্নি-কান্ডে আসবাব পত্র,স্বর্ণ,নগদ টাকা ও ধান-চাউলসহ আনুমানিক ২০লক্ষা টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ভূক্তভুগি পরিবার।


শেয়ার করুন