হেফাজতে আমির আল্লামা শফি’র টেকনাফ সফর স্থগিত

স্থগিতআমান উল্লাহ আমান, টেকনাফ

অনিবার্য কারণ বশতঃ হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির ও চট্টগ্রাম হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার প্রধান পরিচালক ও শায়খুল হাদিস আল্লামা আহমদ শফির টেকনাফের সফর স্থগিত করা হয়েছে। কাটাবনিয়া এমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওঃ মুনির আহমদ ১৬ মার্চ সকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় তার এ সফর স্থগিত করা হয়। তবে তাঁর অনুপস্থিতিতে যথা সময়ে মাদ্রাসার বাষিক সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ মার্চ টেকনাফের সাবরাং কাটাবনিয়া এমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সভায় আমীরে হেফাজত আল্লামা আহমদ শফি প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তার স্থলে ১৭ মার্চ যোহরের পর তকরীর পেশ করবেন আল্লামা মুফতী আজিজুল হক আল মাদানী, আল্লামা আশরফ আলী নেজামপূরী, আল্লামা মুফতি কিফায়েত উল্লাহ শফিক, আল্লামা নুর আহমদ প্রমূখ।


শেয়ার করুন