হুথিদের হটিয়ে এডেন সরকারের নিয়ন্ত্রণে

aswxccসিটিএন ডেস্ক:

ইয়েমেনের দক্ষিণাঞ্চীয় শহর এডেন থেকে হুথি বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে দেশটির সরকারি বাহিনী। দীর্ঘ চারমাস লড়াইয়ের পর শহরটি সরকারের নিয়ন্ত্রণে এলো।

ইয়েমেনের নির্বাসিত ভাইস প্রেসিডেন্ট খালেদ বাহাহ শুক্রবার শহর পুনর্দখলের খবর নিশ্চিত করে বলেন, তার সরকার শহরের মৌলিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাবে।

আরব নিউজ জানায়, এডেন মুক্ত হওয়ার খবর ইয়েমেনবাসীর ঈদের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে। শহরের রাস্তায় মানুষের ঢল নামে। এদিন প্রচুর ব্যক্তিগত গাড়ি দেখা গেছে।

এডেনের স্থানীয় যোদ্ধাদের মুখপাত্র আলি আল-আহমাদি জানান, লড়াইয়ে হেরে শতাধিক হুথি বিদ্রোহীরা আত্মসমর্থন করেছে।

গত চারমাস ধরে এডেনকে মুক্ত করতে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালাচ্ছে।

তবে প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায় এখনও এডেনের কোন কোন স্থানে লড়াই চলছে।

সূত্র: রয়টার্স


শেয়ার করুন