হিন্দি গান মোবাইলে রিংটোন হিসেবে ব্যবহার নিষিদ্ধ

mobile-useসিটিএন ডেস্ক

মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে হিন্দি গানের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।
এর আগে জাতীয় সংগীতকে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারকে অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় গত ১ মে বহাল রেখে রায় দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ দুই মোবাইল অপারেটর কোম্পানির আপিল খারিজ করে এ রায় দেয়। ফলে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীত আর ব্যবহার করা যাবে না বলে সংশ্লিষ্ট আইনজীবী জানায়।


শেয়ার করুন