হিজাব নিয়ে মার্কিন অ্যাথলেটের অনমনীয় দৃঢ়তা

137256_1ইবতিহাজ মুহাম্মদ নামের এক হিজাবি মার্কিন ফেন্সিং অ্যাথলেটের দৃঢ়তার কাছে হার মানল যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি খেলা আয়োজক কমিটি।

প্রথম হিজাবি মার্কিন নারী হিসেবে তিনি অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি পেলেও শনিবার টেক্সাসে সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভ্যালের (এসএক্সএসডব্লিু উ) আয়োজকরা তাকে নিরাপত্তার অজুহাতে হিজাব খোলার নির্দেশ দেয়।

কিন্তু তিনি তাতে অস্বীকৃতি জানান এবং এর প্রতিবাদ জানিয়ে টুইট করেন।

এতে বিপাকে পড়ে আয়োজক কর্তৃপক্ষ। তারা ইতিহাজের কাছে ক্ষমাপ্রার্থনা করতে বাধ্য হন।

এক বিবৃতিতে অস্টিনের এসএক্সএসডব্লিু উ কর্তৃপক্ষ বলেছে, ‘এসএক্সএসডব্লিুউর ব্যাজের জন্য কাউকে হিজাব বা কোনো ধর্মীয় মস্তক আবরণী খুলতে হবে বলে আমাদের নীতিতে কোনো কথা নেই। একজন স্বেচ্ছাসেবী এই স্পর্শকাতর অনুরোধটি করেন। তাকে এই ইভেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় আমরা বিব্রতবোধ করছি এবং ব্যক্তিগতভাবে ইবতিহাজের কাছে ক্ষমা চাইছি এবং আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।’

যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা এ অ্যাথলেটকে স্পন্সর করছে ভিসা ও আমেরিকান এয়ারলাইন্সের মত প্রতিষ্ঠান।

৩০ বছর বয়সী ইবতিহাজ ফেন্সিংয়ে বিশ্বের ৭ নম্বর এবং আমেরিকার ২ নম্বর অ্যাথলেট।

স্পন্সররা তাকে মুখ বন্ধ রাখতে বলতে পারেন বলে খবর প্রচার হলে ইবতিহাজ বলেন, ‘কোনো স্পন্সর যদি আমার কাছ থেকে চলে যেতে চায়, আমারও তাকে দরকার নেই।’

সূত্র: ইউএসএ টুডে


শেয়ার করুন