‘হাসিনা সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী’

unnamed (10)খালেদ হোসেন টাপু রামু

মসজিদ-মন্দির-বিহারে হামলা চালিয়ে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রামু মৈত্রী বিহারে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম,পি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। জঙ্গিবাদ অসাম্প্রদায়িক চেতনার উপর বার বার আঘাত করার অপচেষ্টা করছে। জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বৌদ্ধ বিহারে হামলাকারীরাও আজ সামাজিক ভাবে উপেক্ষিত-ঘৃণিত ও পরাজিত।

রামু সীমা বিহারের অধ্যক্ষ, একুশে পদকপ্রাপ্ত উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুন বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামু মৈত্রী বিহারের সাধারণ সম্পাদক মাষ্টার সুগত রঞ্জন বড়ুয়া।

পূর্ণধন বড়ুয়ার সঞ্চালনায় সভায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, সাংসদের ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক, রিসসো কোসেই কাই রামুর পরিচালক বিপক বড়ুয়া বিটু, উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক সুপানন্দ বড়ুয়া, বৌদ্ধ নেতা শিক্ষক বাবুল বড়ুয়া ও হিল্লোল বড়ুয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে দিনব্যাপী কর্মসূচীতে সকালে অনুষ্ঠিত সংঘদান সভায় মৈত্রী বিহারে প্রজ্ঞাতিলোক ভিক্ষুর সঞ্চালনায় বিমুক্তি বিদর্শন সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক করুণাশ্রী থেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ সদ্ধর্ম দেশনা করেন।


শেয়ার করুন