হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজে জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস উদযাপন ২০১৬ উপলক্ষে কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শোক দিবস পালন করেন। ১৫ আগসট প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। বেলা ১১ ঘটিকায় শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কলেজ অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য দেশের মানুষের জন্য গণতন্ত্র ও নির্যাতিত মানুষের জন্য যে অবদান রেখে গেছেন তা বাঙ্গালী জাতি চিরদিন স্মরণ রাখবে। আজকের শিক্ষার্থীদেরকে তাঁর দেশপ্রেম, সাহসিকতা, সরলতা ও পরোপকারিতা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতিকে নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। তিনি মরহুমের মাগফেরাত কামনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক জসিম উদ্দিন, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার প্রভাষক আসিফুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মোসলেম উদ্দিন, সৈয়দ মিয়া। আলোচনা সভা শেষে ‘স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ৭মার্চ ভাষণের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন দ্বাদশ মানবিকের মোশাররফ হোছাইন, দ্বিতীয় স্থান অর্জন করেন মোসলেম উদ্দিন, তৃতীয় স্থান অর্জন করেন সোহেনা শারমিন। এসময় উপস্থিত ছিলেন গণিত বিষয়ের প্রভাষক মোহাম্মদ সাইফুদ্দিন ম-ল, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষিকা আসমাউল হুসনা, অর্থনীতি বিষয়ের প্রভাষক নজরুল ইসলাম, হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক নজির আহমদ, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক মাজেদুল হক, আইসিটি প্রভাষক তাজউদ্দিন প্রমূখ।


শেয়ার করুন