শাহীন হত্যার বিচারের দাবীতে

হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

াাপ্রেস বিজ্ঞপ্তি
গত ২৮ জানুয়ারী রাতে সন্ত্রাসী হামলায় নিহত উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, মেধাবী ছাত্র মোহাম্মদ শাহীনের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগ। গতকাল ১৩ই ফেব্র“য়ারি সকালে মরিচ্যা স্টেশন চত্বরে হাজারো ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ জনতার অংশগ্রহণে উক্ত মিছলত্তোর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাসেম বিন চৌধুরী কাশেম লিংকন সভাপতিত্বে ও রেজয় রাব্বির সঞ্চালনায় আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন। বক্তব্যে তিনি বলেন, উখিয়া উপজেলা ছাত্রলীগের নিবেদিত কর্মী শাহীনের নির্মম হত্যাকান্ডের ১৬ দিন পার হলেও খুনিরা এখনো গ্রেফতার হয়নি। প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে তিনি আরো বলেন, অনতিবিলম্বে জড়িতদের গ্রেফতার না করলে তীব্র আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা তাতীলীগের সভাপতি নুরুল আলম, উখিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির আজাদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তৌহিদুল আলম তৌহিদ, সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান রুবেল, আলমগীর হাসান সোহেল, উখিয়া কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইদুল আমিন টিপু, উখিয়া টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের আহ্বায়ক লুৎফুর রহমান, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, হলদিয়া পালং ছাত্রলীগ নেতা রিফাত চৌধুরী,জালিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন শামীম, আতা উল্লাহ, মামুন, রুবেল, রতœাপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাহাত, ইমরান, উখিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবু নাসির, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাউছার উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আল-বেলাল ও সাধারণ সম্পাদক ফয়সাল, সোনার পাড়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কুতুপালং উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইমরান, সাধারণ সম্পাদক সুজন বড়–য়া প্রমূখ।


শেয়ার করুন