হরিয়ানার হাসপাতালে ভর্তি সালাহউদ্দিন

salahuddin_105257আদালতের অনুমতি নিয়ে ভারতের মেঘালয়ের শিলং থেকে হরিয়ানার একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। আজ শুক্রবার দুপুরের দিকে হরিয়ানার গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে ভর্তি হন তিনি।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সালাহউদ্দিন মেঘালয় থেকে দিল্লি রওনা হন। গত বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলং শহরের গলফ লিংক এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয় সালাহউদ্দিন আহমেদকে। তার আগে গত বছরের ১০ মার্চ বাংলাদেশের ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হন বিএনপির এই নেতা। যদিও পরিবারের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।

পরে শিলং পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে মামলা করে। অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চান সালাহউদ্দিন আহমেদ। বেশ কয়েক দফা শুনানি শেষে আদালত শর্তসাপেক্ষে তাকে জামিনে মুক্তি দেন। শিলং শহরে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন সালাহউদ্দিন আহমেদ। তিনি কিডনির জটিলতা, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য এবার তিনি হরিয়ানায় গেলেন।


শেয়ার করুন