হরতালেও ১ জানুয়ারি পাঠ্যপুস্তক দিবস পালন করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীটাইমস ডেস্ক ::

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের মধ্যেও আগামী ১ জানুয়ারি সারা দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ মঙ্গলবার প্রথম আলোকে তিনি এ কথা জানান। একই সঙ্গে এই দিনে হরতাল দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আজই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এই বই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী জানান, বিনা মূল্যে বই বিতরণের জন্য তাঁরা সম্পূর্ণ প্রস্তুত। দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসায় এ উৎসব পালিত হবে।
কেন্দ্রীয়ভাবে ওই দিন সকাল ১০টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে।
নতুন শিক্ষাবর্ষে (২০১৫) সোয়া চার কোটিরও বেশি শিক্ষার্থীর জন্য প্রায় ৩১ কোটি ৭৮ লাখ বই ছাপার কাজ প্রায় শেষ পর্যায়ে।
গতকাল সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালন উপলক্ষে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভা করেন। ওই সময় তিনি বলেন, বই বিতরণে কেউ কোনো ধরনের গাফিলতি করলে শাস্তি পেতে হবে।


শেয়ার করুন