হজে যেতে পারছেনা ২০ হাজার হাজী

p3_92566সিটিএন ডেস্ক :

রেজিষ্ট্রেশন জটিলতায় এবার হজে যেতে পারছেন না সারাদেশের ২০ হাজার হজযাত্রী। অপরিকল্পিত রেজিষ্ট্রেশন পদ্ধতি ও ভুয়া রেজিষ্ট্রেশনের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির কারণে এই জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন হজযাত্রী কল্যান সংস্থার চেয়ারম্যান এইচ এম মুজিবুল হক শুক্কুর।

রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘হজযাত্রী কল্যাণ সংস্থা’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুজিবুল হক শুক্কুর বলেন, ‘এবার সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারিভাবে ৯১ হাজার ৭শ’ ৫৮ জন হজযাত্রী হজ পালনের প্যাকেজ ঘোষণা করা হয়। যেখানে হজ এজেন্ট সমূহকে মোয়াল্লেম ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত ১৯ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় আকস্মিকভাবে ঐ সিদ্ধান্ত বাতিল করে ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মিজানুর রহমান সাক্ষরিত এক পত্রে ২১ ফ্রেব্রুয়ারি থেকে ডাটা এন্টি কার্যক্রম শুরুর নির্দেশ দেয়।’

‘১৯ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় এই নির্দেশনা পাওয়ার পর ২০ ফ্রেব্রুয়ারি ছিল শুক্রবার এবং পরের দিন ২১ ফ্রেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ছিল। অথচ ২২ ফ্রেব্রুয়ারি এজেন্সি মালিকরা অফিসে এসে জানতে পারে বেসরকারি কোটার রেজিষ্ট্রেশনের জন্য ৯১ হাজার ৭শ’ ৫৮টি কোটার সবই পূরণ হয়ে গেছে। ফলে সারাদেশের ৩৫০টি এজেন্টের অধীনে নিবন্ধিত ২০ হাজার হজযাত্রী রেজিষ্ট্রেশন থেকে বঞ্চিত হয়। অথচ মোয়াল্লেমদের ড্রাফট জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ১লা মার্চ।’

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ‘এই রেজিষ্ট্রেশন সংকট কৃত্রিমভাবে সৃষ্টি করা হয়েছে। কিছু কিছু এজেন্সি ভুয়া রেজিষ্ট্রেশনের মাধ্যমে অতিরিক্ত হজযাত্রী রেজিষ্ট্রেশন করিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি ১৫ হাজার ভুয়া হজযাত্রীর সন্ধান পেয়েছে। অথচ তদন্ত কমিটির প্রধান ধর্ম মন্ত্রনালয়ের যুগ্ন সচিব হাসান জাহাঙ্গীর তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর না করায় তদন্ত প্রতিবেদনটি আলোর মুখ দেখছেনা।’Hajj-7eএতে আরো অভিযোগ করা হয়, ‘রেজিষ্টেশনের জন্য নির্ধরিত তারিখে অফিস বন্ধ থাকার সুযোগে ধর্ম মন্ত্রনালয়ের সচিব বাবুল হাসান চৌধুরী, যুগ্ন সচিব হাসান জাহাঙ্গীর ও কিছু অসাধু এজেন্সি মালিকের জোগসাজশে ভুয়া ডাটা এন্ট্রি হয়েছে।’

সংবাদ সম্মেলনে এই সংকট সমাধানে হজযাত্রী কল্যাণ সংথার পক্ষ থেকে কিছু দাবি তুলে ধরা হয়। দাবি গুলো হল- ৫ বছরের মধ্যে দুইবার হজে যাচ্ছেন এমন হজযাত্রী এবং যে সকল হজযাত্রীদের বয়স ৪০ বছরের নিচে তাদের রেজিষ্ট্রেশন বাতিল করা। এজেন্সিগুলোর ১০ শতাংশ কোটা বাতিল করা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হজযাত্রী কল্যাণ সংস্থার মহাসচিব হাফেজ মুহাম্মদ আমীন, সচিব মাওলানা কাজী জসিম উদ্দিন, উপ-সচিব শাহজাদা সামশুদ্দিন, হাব সদস্য আবদুল করিম প্রমুখ।

উল্রেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজফ্লাইট শুরু হয়েছে আজ থেকে। রোববার প্রথম ফ্লাইট বিজি-১০১১ সকাল ৮টা ৩৫ মিনিটে হাজিদের নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। এতে ৪১৯ জন হজ্জযাত্রী রয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ যাত্রীদের বিদায় জানান।

আজ আরও তিনটি বিমান ঢাকা ত্যাগ করবে হাজিদের নিয়ে। এর মধ্যে হজ-ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ০২টা ৩৫ মিনিটে ৪১৯ জন, বিজি-৫০১১ রাত ০৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে।

বিমান কর্তৃৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম এবং সিলেট থেকেও এবছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ-ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে ১৩ আগস্ট বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজ-ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন।

এবছর হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে ৫১,০০০ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। ঢাকা- জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত ফ্লাইটেও কিছু হজযাত্রী পবিত্র ভূমিতে যাবেন।

এবার বাংলাদেশ থেকে প্রায় ১০১,৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২৬০০ জন এবং অবশিষ্ট ৯৯,১৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজফ্লাইট শুরু হয়েছে আজ থেকে। রোববার প্রথম ফ্লাইট বিজি-১০১১ সকাল ৮টা ৩৫ মিনিটে হাজিদের নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে গেছে। এতে ৪১৯ জন হজযাত্রী রয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে উদ্বোধনী ফ্লাইটের হজ যাত্রীদের বিদায় জানান।

আজ আরও তিনটি বিমান ঢাকা ত্যাগ করবে হাজিদের নিয়ে। এর মধ্যে হজ-ফ্লাইট বিজি-৩০১১ দুপুর ০২টা ৩৫ মিনিটে ৪১৯ জন, বিজি-৫০১১ রাত ০৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন এবং শিডিউল ফ্লাইট বিজি-০০৩৫ রাত ১১টা ৫৯ মিনিটে জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে

বিমান কর্তৃৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম এবং সিলেট থেকেও এবছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ-ফ্লাইট পরিচালনা করা হবে। এর আগে ১৩ আগস্ট বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশকোনায় হজ-ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন।

এবছর হজ-ফ্লাইট ও শিডিউল ফ্লাইটে ৫১,০০০ ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জেদ্দা যাবেন। ঢাকা- জেদ্দা-ঢাকা রুটে চলাচলকারী বিমানের নিয়মিত ফ্লাইটেও কিছু হজযাত্রী পবিত্র ভূমিতে যাবেন।

এবার বাংলাদেশ থেকে প্রায় ১০১,৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২৬০০ জন এবং অবশিষ্ট ৯৯,১৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।


শেয়ার করুন