হজে নিহতদের মধ্যে ২২ বাংলাদেশি সনাক্ত

120875_1সিটিএন ডেস্ক :

মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে এখন পর্যন্ত ২২ জন্য বাংলাদেশি হাজিকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবারের ভয়াবহ ওই ঘটানায় এখন পর্যন্ত ৭৬৯ জন হাজির নিহত হবার খবর নিশ্চিত করেছে সৌদি প্রশাসন।

এর আগে বলা হয়েছিল, বাংলাদেশের ৯৮ জন হাজি এখনো নিখোঁজ রয়েছে।

এদিকে, হজ শেষে, আজ থেকে আনুষ্ঠানিকভাবে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। এটি চলবে, ২৮ অক্টোবর পর্যন্ত।

এ বছর হজে যাওয়া ১ লাখ ৭ হাজার ২৯০ জন হাজির মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স বহন করছে, ৫৪,৮৪৫ জনকে।

এরই মধ্যে রবিবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩০৫ জন হাজি দেশে ফিরেছেন। মিনায় পদদলিত হাজিদের মৃত্যুর জন্য তারা সৌদি সরকারের অবস্থাপনাকেই দায়ী করছেন।


শেয়ার করুন