হজযাত্রীদের ফ্লাইট শিডিউল ঘোষণা

Hajj-400x240সরকারি ব্যবস্থাপনায় (ব্যালটি) হজযাত্রীদের ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ১৬ আগস্ট এ বছর প্রথম হজ ফ্লাইটটি (বিজি-১০১১) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে। প্রথম ফ্লাইটে সকাল ৮টা ৩৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করবে বিমান।
আগামী ১৭ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টায় ২০ জন ভিআইপি হজযাত্রী নিয়ে সর্বশেষ ফ্লাইটটি (বিজি-৫০৯১) সৌদি আরব যাবে। সরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের নিয়ে ২৮ সেপ্টেম্বর সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ফিরতি হজ ফ্লাইটটি ছেড়ে আসবে। ৭ অক্টোবর শেষ ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকায় আসবে।
সৌদি সরকার চলতি বছর বাংলাদেশ থেকে সরকারিভাবে ১০ হাজার হাজি পাঠানোর অনুমোদন দিলেও শেষ পর্যন্ত সরকারিভাবে আড়াই সহস্রাধিক যাত্রী হজে যাচ্ছেন।
তাদের মধ্যে প্যাকেজ ‘এ’ এর আওতায় ১ হাজার ১শ’ ২৪ জন ও প্যাকেজ ‘বি’ এর আওতায় ১ হাজার ২শ’ ৩০ জন হজ যাত্রী রয়েছেন। অবশিষ্টদের মধ্যে ভিআইপি ও মেডিকেল টিমের সদস্যরা রয়েছেন।


শেয়ার করুন