ভোররাত ৩ টায়

সড়ক দুর্ঘটনা : অলৌকিকভাবে বেঁচে গেছেন ৪ পর্যটক

আতিকুর রহমান মানিক:

কক্সবাজারে মারাত্নক সড়ক দুর্ঘটনার ঘটিয়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন ৪ পর্যটক। শনিবার ভোররাত ৩ টায় কলাতলী হোটেল-মোটেল জোনের প্রধান সড়কস্হ সুগন্ধা রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এটিএম আমান উল্লাহ জানান, কলাতলী মোড়ের দিক থেকে পর্যটকবাহী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিল। এসময় গাড়ীতে উচ্চ ভলিউমে গান বাজছিল। চালক ও আরোহীরা সম্ভবত মাতাল ছিলেন, তাই সুগন্ধা রোডের মাথায় শামীম গেষ্ট হাউসের সামনে এসে চালক গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে ফেললে গাড়ীটি এঁকেবেঁকে চলতে শুরু করে। এরপর একপর্যায়ে গাড়ীটি সম্পূর্ণ উল্টে গিয়ে রাস্তার পাশে পানিভর্তি ড্রেনে পড়ে যায়। এতে গাড়ীর বেশীরভাগ অংশ পানিতে ডুবে গেলেও অলৌকিকভাবে বেঁচে যান চার আরোহী। এর বেশ কিছুক্ষন পর মাতাল ও বেসামাল অবস্হায়ই নিমজ্জিত গাড়ীর দরজা ফাঁক করে কোনরকমে বেরিয়ে আসেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ততম উক্ত সড়কে রাতে যানচলাচল ছিলনা, তাই প্রাণহানী হয়নি।


শেয়ার করুন