স্মার্টফোন প্রাণ বাঁচালো !

sm_90793সিটিএন ডেস্ক :

চারদিকে তুমুল গুলি। কখন এসে শরীরে বিদ্ধ হয়ে প্রাণ যায় এর কোনো ঠিক নয়। কঠিন এই বিপদের মুহূর্তে কাজে এলো স্মার্টফোন। গুলি থেকে একজনকে প্রাণে বাঁচালো তার ফোন। ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবারের সন্ত্রাসী হামলার সময় এই ঘটনা ঘটে। খবর জিনিউজের।

শুক্রবার রাতে ফ্রান্স-জার্মানির ফুটবল খেলা চলার সময় স্টেড ডে ফ্রান্স স্টেডিয়ামের গেটে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এরপর কাছাকাছি একটি কনসার্ট হলে লোকজনকে রাত ৯টা নাগাদ বন্দী করে রাখে তারা।

সেই সময় ওই কনসার্ট হলের মধ্যে ছিলেন সিলভারস্টাইন। হলের মধ্যে তাদের আটকে রেখে গুলি চালাতে থাকে সন্ত্রাসীরা। এতে নিহত হন অনেক মানুষ। সন্ত্রাসীরা গুলি চালানোর সময় ওই ব্যক্তি নিজের ফোনটিকে মাথার ওপর তুলে ধরেন। এতে ফোনের স্ক্রিন ভেঙে গেলেও বেঁচে যায় তার মাথা।


শেয়ার করুন