স্বাগতিকদের হারিয়ে ঢাকা শিশু-কিশোর ক্রিকেট একাডেমীর শুভ সূচনা

13162421_1717189715203566_1117775822_n
ক্রীড়া প্রতিবেদক :
স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমীকে হারিয়ে ঢাকা শিশু-কিশোর ক্রিকেট একাডেমী শুভ সূচনা করেছে। ৫ মে সকাল ১১ টায় আন্তর্জাতিক শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে এগিয়ে যায় সফরকারীরা। ৫০ ওভারের খেলায় বৃষ্টির কারণে ২৫ ওভার কমিয়ে দেয়া হয়। নির্ধারিত ২৫ ওভারে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সফরকারীরা। ওভার শেষে ১৫৭ রান করতে সক্ষম হয় ঢাকা শিশু-কিশোর ক্রিকেট একাডেমী। দলের পক্ষে পারভেজ ৩৮, রিমন ৩৬ ও শাহরিয়ার ২৩ রান করেন। একাডেমীর আশফাক্ব ১, নবীর ১, ফয়সাল ১ ও আকিব ২ উইকেট লাভ করেন। ১৫৮ রানের টার্গেটের জবাবে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান করে স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। ফলে ১৮ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা ওই ক্রীড়া সংগঠনটি। স্বাগতিকদের পক্ষে ইমরান ৪৮, দাইয়ান ২৪, রেজা ১৫, রাইহান ১১, মিশাল ১২ ও নবীর ১৫ রান করেন। ঢাকা শিশু কিশোর ক্রিকেট একাডেমীর রিমন ২, তাহমিদ ১, শাহরিয়ার ২ ও সাকিব ২ উইকেট লুপে নেন। ইনজুরির কারণে উদ্বোধনী ম্যাচে নামতে পারেনি স্বাগতিক দলের অধিনায়ক আজিজ রাসেল। এদিকে জয়ের জন্য ঢাকা শিশু-কিশোর ক্রিকেট একাডেমীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার ক্রিকেট একাডেমীর সভাপতি রিয়াজ উদ্দিন সাজ্জাদ, পরিচালক ও কোচ লতিফ উল্লাহ চৌধুরী ও সহকারি কোচ আতিকুর রহমান। ৬ মে সকাল সাড়ে ৯টায় একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন