স্বর্ণলংকার ও নগদ টাকা নিয়ে গৃহবধূ উধাও

Saraআমান উললাহ আমান, টেকনাফ:
টেকনাফে স্বর্ণলংকার ও নগদ টাকাসহ এক গৃহবধূ উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটিয়েছে টেকনাফের হ্নীলার মোচনী গ্রামের কামাল হোসেন ড্রাইভারের স্ত্রী ছারা খাতুন (২৫)। এ ব্যাপারে স্বামী কামাল হোসেন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়,  ২৯ সেপ্টেম্বর কামাল হোসেন প্রতিদিনের ন্যায় রাত ১০ টার দিকে বাড়ীতে ফিরেন।

দরজা বন্ধ দেখে স্ত্রী ছারা খাতুনকে অনেক ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পাওয়ায় বাড়ীর ভিতরে গিয়ে দেখেন স্ত্রীসহ অন্যান্যরা কেউ নেই। প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের কাছে রাতেই খোঁজ খবর নিয়ে কোথাও না পেয়ে নিরাশ হয়ে রাত পার করেন। পরে আলমিরাতে রক্ষিত রাখা ৬ ভরি স্বর্ণ ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকাও নেই দেখে কামাল হোসেন আরও হতাশ হয়ে পড়েন। বর্তমানে তাদের কোন খোঁজ খবর না পেয়ে উদ্বিগ্ন কামাল হোসেন। বুধবার বিকালে তিনি বাদী হয়ে স্ত্রী ছারা খাতুন (২৫), শ্বাশুড়ি আমিনা খাতুন (৪৫), শ্যালক কায়সার (২৩), মেয়ে রেহেনুমা আকতার উর্মি (৮), সহযোগী আছিয়া খাতুন (৩৫) ও সৎভাই হেলাল উদ্দিন (২৭)কে বিবাদী করে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।


শেয়ার করুন