উখিয়ায় ছাত্রলীগ নেতা খুন

স্বপ্ন পুরণ হলো না নিহত শাহীনের মায়ের

pic ukhiya,cox 29,01,2016শফিক আজাদ, ষ্টাফ রিপোর্টার

ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল মায়ের। আদরের ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ করবেন। ব্যাংকের অনেক বড় অফিসার হবে সে। সে স্বপ্ন বাস্তবায়নে নিজে অনেক কষ্ট সহ্য করে ছেলেকে পড়ালেখার খরচ যোগাতেন। কিন্তু একটি রাজনৈতিক দলের সাথে জড়িয়ে তাঁত শিল্প ও বস্ত্র মেলায় সহযোগিতা করতে গিয়ে এই হত্যাকান্ডের শিকার হতে হয়েছে আমার নিরপরাধ ছেলেকে। সন্ত্রাসী জাহাঙ্গীরসহ অপরাপর যারা আমার ছেলেকে খুন করেছে আমি তাদের ফাঁসি চাই। সন্ত্রাসী ঘাতকেরা আমার স্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দিল। আমি তাদের কোনদিন ক্ষমা করব না। মেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা এ প্রতিবেদককে জানান, গত ২৮ জানুয়ারী বৃহস্পতিবার গরু বাজার এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ কালুর ছেলে জাহাঙ্গীর আলমসহ উশৃংখল কিছু বিপদগামী যুবক বিভিন্ন অজুহাতে মেলায় অশান্ত পরিবেশের চেষ্টা চালায়। মেলা কর্তৃপক্ষ শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে তোলে। পরবর্তীতে রাত ১ টার দিকে মেলা শেষে বাড়ি ফেরার পথে উখিয়া সদরের সালাম বিল্ডিংয়ের সামনে পূর্ব থেকে উৎপেতে থাকা সশস্ত্র সন্ত্রাসী জাহাঙ্গীর আলম পেছন থেকে দৌড়ে এসে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন শাহীনকে এলোপাতাড়ী ছুরিকাঘাত করে। এ সময় গুরুতর রক্তাক্ত অবস্থায় লোকজন দ্রুত উখিয়া হয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে নিদারুণ যন্ত্রণা ভোগের পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। অন্যদিকে স্থানীয় প্রত্যক্ষদর্শী জনতা সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ও তার সহযোগিদের ধাওয়া করে গণপিঠুনী শুরু করলে আহত অবস্থায় পালিয়ে কোন রকম প্রাণে রক্ষা পেলেও তারাও আশংখাজক অবস্থায় চট্রগ্রামে চিকিৎসাধীন রয়েছে বলে সূত্র জানায়।


শেয়ার করুন