সৈকত সড়ক নিরাপত্তা অভিযান প্রকল্পের উদ্বোধন

Ukhiya Pic 13-09-2015শফিক আজাদ, উখিয়া :

উখিয়ার কোটবাজার-শামলাপুর সৈকত সড়ক নিরাপত্তা অভিযান প্রকল্পের আওতায় রবিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উখিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। স্কুল, কলেজ ছাত্র-ছাত্রী, শিক্ষক, সরকারি কর্মকর্তা তথা এলাকার সুধীবৃন্দদের সমন্বয়ে বিভিন্ন প্লে কার্ড, ব্যানার, পেষ্টুন বহনকারী ওই বর্ণাঢ্য র‌্যালীটি পরে উখিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে সম্পন্ন হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রুরাল ট্রান্সপোর্ট ইম্প্র“ভমেন্ট প্রজেক্ট (আটিআইপি-২) এবং ব্র্যাক কমিউনিটি রোড সেফটি প্রোগ্রামের আওতায় উখিয়া ও টেকনাফ উপজেলার ৪টি সড়কে ১৮ মাস মেয়াদি সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন।
উখিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রকল্পের উপকারিতা সম্পর্কে বিষদ আলোচনা করতে গিয়ে ব্র্যাক কমিউনিটি সড়ক নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের ব্যবস্থাপক একেএম খাইরুজ্জামান বলেন, এদেশে সড়ক দূর্ঘটনা একটি নিরব মহামারী হিসেবে ক্রমশ: আবির্ভূত হচ্ছে। এটা বর্তমানে শুধু স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে ক্ষান্ত হচ্ছে না পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও এ নেতিবাচক প্রভাব পড়ছে। যে কারণে যাত্রীবাহী গাড়ি বললে আতংকে শিউরে উঠার মত পরিবেশের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, এ পরিবেশ থেকে উত্তোরণ পেতে হলে স্থানীয় জনসাধারণকে সব ধরনের সড়ক ব্যবহারকারী ও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান, বঙ্গমাতা মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. কাজী সাহাবুদ্দিন, উখিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী, এলজিইডি উখিয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান প্রমুখ।

 


শেয়ার করুন